বলো,’আসি’
তারাপদ রায়
‘যাই’ বলা নাই। বলো,’আসি’,
বলো, ‘আবার আসমু, দেখা হইবে।’
তুমিও জানো, আমিও জানি এসব বাজে কথা –
এক নদীতে দুইবার ডুব দেওয়া যায় না,
এক ওষ্ঠে দুইবার চুম্বন করা যায় না,
এক বিছানায় দুইবার শয়ন করা যায় না,
এক জন্মে দুইবার দেখা হয় না।
কিন্তু তুমি যদি বলো, ‘যাই’
আমার আর দাঁড়ানোর জায়গা থাকে না।
মাত্র দুই পা জায়গা হইলেই দাঁড়ানো যায়,
সেই দুই পা জায়গাও থাকে না।
জানি তুমি আসবা না। কোনোদিন আসবা না।
তোমার আতু-আতু কুত্তা ঘরে বাইরে তোমারে খুঁজবে,
তোমার জাম্বুরা গাছের ফুল হাওয়ায় গড়াগড়ি যাবে।
আসা না আসা, যাওয়া না যাওয়া,
এই জাম্বুরা গাছ, এই আতু-আতু কুত্তা
এরা কি জীবনের সারমর্ম কিছু জানে?
আমরাই কি জানি?
আমরাও জানি না, ওরাও জানে না।
শুধু নিয়ম যখন আছে,
‘যাই’ বলা নাই, বলো, ‘আসি’।
:boss: :boss: :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অদ্ভুত সুন্দর এবং বিষন্নতা মাখানো
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂 🙂
"শুধু নিয়ম যখন আছে,
‘যাই’ বলা নাই, বলো, ‘আসি’।"
তাইতো, তাইতো.....
বিষাদে ভরে উঠলো মন।
আর মনে হলো, 'যাই' বলাটাও মন্দ কি? কিছু একটা তো বলা হলো তবুও।
যারা কিছুই না বলে হটাত একদিন গায়েব হয়ে যায় দৃশ্যপট থেকে, তাদের নিয়ে কি করি???
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পারভেজ ভাই,
তারাপদ রায় আমার অত্যন্ত প্রিয় একজন কবি। আর এ কবিতা প্রথমবার পড়ার পর কতশত বার যে বিড়বিড় করেছি!
কবিতা নিয়ে এই এক ঝামেলা।
পছন্দ হলে, বারবার আওড়াতে ইচ্ছা করে।
বেশ কিছুদিন ধরেই ভাবছি সিসিবির ঐ রকমের কিছু কবিতা নিয়ে একটা অডিও ব্লগ নামাবো।
দেখি কি করতে পারি......... (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
খুব সুন্দর,
মন কেমন করে ওঠে পড়তে পড়তে। 🙁
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:
কথার সুতো দিয়ে অনুভূতির মালা গাঁথাই কবির কাজ। সুন্দর মালা গেঁথেছেন ভাইয়া
মালা তো গেঁথেছেন তারাপদ রায়। আমি শুধু পাঠ করলাম।
বাংলায় লিখতে পারছিলাম না বলে ছটফটিয়ে মরছিলাম এতোক্ষণ, জানো!
অসাধারণ কন্ঠ তোমার। ভীষণ মুগ্ধ হয়ে শুনলাম। আরো অনেক অনেক অ-নে-ক শুনতে চাই তোমার থেকে। পাঠ প্রচেষ্টা অব্যাহত থাকুক, নূপুর। 🙂 🙂
আপা,
:shy: টু দি পাওয়ার ইনফিনিটি
আপনার মোবাইল কোন টা?
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
মোবাইল কোনটা মানে? আমারে জিগাইলা?
অসম্ভব সুন্দর! অসম্ভবত সুন্দর! শুনে খুব ভালো লাগসে। সামনে আরো চাই!
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ,
দেরিতে উত্তর দিচ্ছি। উইকএন্ড ছাড়া তেমন সময় পাই না।
অসংখ্য ধন্যবাদ। বেশ ভয়ে ভয়ে নিজের কণ্ঠ পোস্ট করি।
উৎসাহব্যাঞ্জক মন্তব্য পেলে মনে হয় সাত আসমানের উপর উঠে গেছি!
আপনি ভয়ে ভয়ে পোস্টান, আর আমার এক পরিচিতা আপনার কন্ঠ শুনে তৃতীয়বারের মত ক্রাশ খায়। দুনিয়াতে ইনসাফ বইলা কিছু নাই
সাতেও নাই, পাঁচেও নাই
:shy: :shy:
যাওন নাই 🙁 🙁 🙁
আবৃত্তি চমৎকার হয়েছে।
পুরাদস্তুর বাঙ্গাল
বস,
মেনি মেনি মেনি থ্যাংকস!
আমি নিশ্চিত, তৌকিরও এই কবিতাটা ঠিক এই উচ্চারনে ও এই রকম ভাবেই পাঠ বা আবৃত্তি করতো।
আবৃত্তি নিয়ে কিছু বলা হয় নাই দেখে আবার ফিরলাম...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পারভেজ ভাই,
কার সঙ্গে কার তুলনা! লজ্জা পাইলাম।
চটজলদি প্রতিমন্তব্য করতে পারিনা আজকাল।
ভালো আছেন?
আমার কিন্তু মনে হয়েছে তৌকির এর চাইতে নূপুরের কন্ঠ আরো অনেক বেশী স্পষ্ট এবং পরিশীলিত! 🙂 🙂
ফ্রি শুনছি বলে হয়তো আজ কদর করতে পারছিনা নূপুরকে, কিন্তু ভরাট কণ্ঠের যাদু যে কোথায় সুর তুলেছে ঈশ্বর জানেন! নূপুরের পুরনো কিছু কাজ শুনছিলাম ব্লগে! দু'বছর আগে করা ওর অডিও ব্লগ শুনে তো আমি রীতিমত মুগ্ধ!! পশ্চিম এই কণ্ঠ পেলে কিনে নিতো হাজার মোহরে নিশ্চিত!
আরো অনেক অনেক শুনতে চাই তোমার থেকে, নূপুর!
তৌকির ভাই এর কন্ঠ নিয়ে সাবিনা আপার সাথে সহমত।
তবে একটা কথা স্বীকার না করলেই না তৌকির ভাই এর জাত প্রতিভা ছিলো টপ ক্লাস ভিলেন বা প্যারালাল নায়ক হবার।
নায়ক সুলভ চেহারা থাকলেও নায়ক হিসেবে তৌকির ভাই এর অভিনয় সেভাবে কখনোই ভালো লাগে নি।
খুব সম্ভবত দর্শকদের কথা ভেবে ভিলেনগিরি অল্প কয়েকটা ক্ষেত্র ছাড়া উনি ট্রাই করেন নি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
তোমার সাথে পুরোপুরি সহমত, রাজীব! তাছাড়া মিঃ তৌকির এর উচ্চারণগত ত্রুটিও লক্ষণীয়। কণ্ঠস্বর কেবল ভরাট হলেই হয় না পাঠকারীর... আমার তো অনেক সময়েই মনে হয়েছে উনি খানিকটা তোতলাচ্ছেন কথা বলবার সময়ে!
আপা,
ইয়ে, একটু বেশি হয়ে যাচ্ছে তো। আমি তো হাসতেই আছি, হাসতেই আছি এইসব দেখে
🙂 🙂 🙂 🙂
তোমার হাসির ব্যাকগ্রাউন্ডে আমি আনুশকার ওই ফাটাফাটি মিউজিক শুনতে পাচ্ছি, নূপুর! কিপ গোইং, ছোট ভাই!
মুগ্ধ ...... দারুন ...
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
🙂 🙂 🙂 🙂
কবিতা ও আবৃত্তি, দুটোই খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে।
খায়রুল ভাই,
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সহজ ভাষায় গভীর কথা বলতে পারা কবিতাগুলো আমার খুবই পছন্দের। পাঠক হিসাবে আমি যাচ্ছেতাই। পড়ার পরিধি খুবই সামান্য। তারাপদের কবিতা পড়িনি/শুনিনি আগে সম্ভবত। আবৃত্তি দারুণ হয়েছে ভাইয়া। মনে হচ্ছিল, কবিতাটা আরও লম্বা হোক, আবৃত্তি চলতে থাকুক অনেকক্ষণ। শান্ত রাতে খুব লো ভল্যুমে শুয়ে শুয়ে শুনতে থাকি। মাথায় একটা অদ্ভুত আবেশ তৈরি করুক কবিতাটা।
গুলশান,
অনেক ভাল লাগলো তোমার মন্তব্যটা পড়ে।
কণ্ঠে প্রচুর জড়তা আছে, শুদ্ধ উচ্চারণে একটু পড়বার চেষ্টা। আর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রিয় কবিতাগুলোকে সবার সাথে শেয়ার করা।