থোকা থোকা বেগুনী সে-অর্কিডফুল
পোর্সেলিনের জল থেকে উন্মুখ
জানলাপ্রান্তে ঝুঁকে দেখে
তুষারের মোলায়েম গান –
দিনভর। অবিরাম।
অথচ জলের নির্বিবাদ কোলে
গাঢ়সবুজ তার পত্রাবলির সাথে
বেগুনী আভার সখ্যতা দেখে
জলার ধার ধরে
কি করে
সারসার জারুলের গাছ
মনে চলে আসে,
সবুজের হাত ধরে।
বরফের কনকনে কামড়
ফালাফালা করে দেবার আগে
নিমেষ জুড়ে
বাংলাদেশ।
সবুজ জলাভূমি
আর জারুলের রঙ ধেয়ে আসে
প্রায় ৩২ ঘন্টা পর যখন সর্বশেষ ঘোষণা এলো, "Ladies and gentlemen we will start to descend shortly." অনেকক্ষণ দাঁত বের করে রেখেছিলাম! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
কদ্দিন থাকছো দেশে?
আহা বাংলাদেশ! নেশার আরেক নাম বাংলাদেশ। সবাই হাই।
🙂 🙂
"এই আমার দেশ" অথবা "ইনহাস্ত ওয়াতানাম"
যতবড় প্রলাপই হোক না কেন, দিনের শেষে সেটা একটা মধুর প্রলাপই.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ঠিক পারভেজ ভাই।
নূপুরদা, বই প্রকাশ করবেন না?
ইচ্ছা তো করে। কিন্তু সাহস হয়না। 🙁
:boss: :boss: :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
🙂 🙂
'প্রলাপ' ভালো হয়েছে
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই,
অশেষ ধন্যবাদ। এফসিসির রিইউনিয়ন মিস করে মনটা খুব খারাপ।
... ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি... ::salute::
নিজের মনের আনন্দে লিখালিখি করি।
🙂 🙂
এমন প্রলাপ শুনতে কে না চায়?? 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এরপর ভাবছি বিলাপ সিরিজ চালু করবো। 😀
বিলাপ আবার কোরাসে বেশী মজার।
শুরু করে দাও। আমরা তো আছিই সাঙ্গাত দেবার জন্য...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.