রাধাকথন- ১১

চিঠির মতো দুস্তর কিছু না,
বর্তে যাই
মামুলি কিছু এসএমএস পেলে’-
চুমোয় ভরা ক’টা মিসকল
কি ক্ষতি দুচারটা লাইক
ফেস কিংবা বুকে

কী অসুখে
তোর হাত ছুঁলাম কালা!
হোস্টেলের বিছানায়
কবরী হয়ে গাইছি
‘সে যে কেন এলো না’

৩,৫২২ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “রাধাকথন- ১১”

    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      কবরীর লিপসে এই গানটা নিয়ে কিছু বলেন বস।
      আমার তো খুব sensuous মনে হয়েছে গানটাকে সবসময়।
      বারবার প্রেমে পড়ানোর মতন এমন নায়িকা,আমার বিচারে, একমাত্র দ্বিতীয় হবেন বাংলা ছবিতে অপর্ণা সেনের কাছেই।

      জবাব দিন
      • পারভেজ (৭৮-৮৪)

        ভাল জিনিষ মনে করাইছো ভাল মানুষরেই

        হলে গিয়ে যখন রংবাজ দেখেছি, ক্লাস ফোরে-টোরে পড়ি।
        সে যে কেন এলে না দেখে তো সারাক্ষনই চোখে ভাসে কবরির মুখ। মুগ্ধতা আর কাটেইনা...
        *************************************
        তখন আমি ইউনিভার্সিটি ল্যাবের ছাত্র। খান আতার ছেলে ইমান আমার সহপাঠি বন্ধু। দুজনের বাসও মোহম্মদপুরে।
        আমরা আসাদ এভিনিউ, ওরা ইকবাল রোড। বেশী দূরে না তাই মাঝে মাঝেই হেটে ওদের মাঠে চলে যাই খেলতে।
        ওখানে ইমানের বন্ধু বাবনুর সাথে খেলা সম্পর্কিয় পরিচয়। আমি-ইমান-বাবনু ভালোই খেলাধুলা নিয়ে মেতে থাকি মাঝে মাঝেই।
        *************************************
        রংবাজ দেখে পরদিন খেলতে গেলাম। খেলার পর বলের উপরে বসে গল্পগুজব করছি। আমার আসল উদ্দেশ্য রংবাজ নিয়ে চাপাবাজি করার।
        একথা সেকথার পর উঠালাম। ঐ গানের কথা।
        বললাম "কবরী এইগানটা এত সুন্দর গেয়েছে না......
        বাবনু বলে উঠলো, হ্যাঁ আমার মা। মায়ের সিনামা আমি দেখি না।

        বন্ধু-মাতা কবরিকে নিয়ে হওয়া মুগ্ধতার সেই থেকেই ইতি টানতে হলো।
        দি এন্ড অব এ মুগ্ধতা...


        Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

        জবাব দিন
          • পারভেজ (৭৮-৮৪)

            "নায়ক-নায়িকার সন্তানদের জীবনটা কমপ্লিকেটেড হয়ে যায়"
            হ্যাঁ, তৌকিরের ছেলেমেয়েদের দেখে বুঝি।
            বিপাশা ভাবি যে কি কনশাসলি ওদেরকে স্বাভাবিক বেড়ে ওঠাটা দিতে প্রানান্ত চেষ্টা করেন, দেখলে চোখ জুড়িয়ে যায়।
            যে সব সেলিব্রিটিদের সন্তানরা এরকম থিংকিং সেলিব্রিটি মা পায় নাই, তাঁদের জীবনটা আসলেই কষ্টের।

            বাবনু যখন ড্রাগ ওভার ডোজ রিলেটেড কমপ্লীকেশনে মারা যায়, অনেক দুঃখ পেয়েছলাম। সেও পনেরো-কুড়ি বছর আগের কথা।


            Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

            জবাব দিন
  1. আহসান আকাশ (৯৬-০২)

    দারুন নূপুরদা, মিসকলকে জীবনেও এত রোমান্টিক ভাবে ভেবে দেখা হয়নি। :hatsoff:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    ছোটখাট কোল্ড ওয়ার চলছিল গত দুদিন ধরে। সীমান্তে উত্তেজনা। আজকে সাদা পতাকা দেখিয়ে এগিয়ে গিয়ে বললাম, "আমাকেই এগিয়ে আসতে হল‌ো। কাজটা ঠিক হলো না। দুজনই নিজেকে আহত করছি।"
    উত্তর দিলোঃ "বাসায় এসেছো?"


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।