চিঠির মতো দুস্তর কিছু না,
বর্তে যাই
মামুলি কিছু এসএমএস পেলে’-
চুমোয় ভরা ক’টা মিসকল
কি ক্ষতি দুচারটা লাইক
ফেস কিংবা বুকে
কী অসুখে
তোর হাত ছুঁলাম কালা!
হোস্টেলের বিছানায়
কবরী হয়ে গাইছি
‘সে যে কেন এলো না’
চিঠির মতো দুস্তর কিছু না,
বর্তে যাই
মামুলি কিছু এসএমএস পেলে’-
চুমোয় ভরা ক’টা মিসকল
কি ক্ষতি দুচারটা লাইক
ফেস কিংবা বুকে
কী অসুখে
তোর হাত ছুঁলাম কালা!
হোস্টেলের বিছানায়
কবরী হয়ে গাইছি
‘সে যে কেন এলো না’
"কি ক্ষতি দুচারটা লাইক
ফেস কিংবা বুকে"
ফাটাফাটি, নূপুর! এই কনকনে শীতে দাঁত ঠকঠকিয়ে কাঁপার বদলে হাসছি তোমার লেখা পড়ে! 🙂
😛
"চুমোয় ভরা ক’টা মিসকল" 😛
কি করে পারো???
আমিও ঠিক এই কথাটাি ভাবছিলাম, মিসকল তো আসলে চুমুরই মত।
এত দিন ব্যাপারটা নজরে এলো না কেন?
ব্রাভো, ব্রাভো......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই আর সাবিনা আপা।
মিসকল আর চুমু যে কিভাবে একসূত্রে গেঁথে ফেললাম হুট করে কে জানে।
আপনাদের কাছে অর্থপূর্ণ লাগলো জেনে খুব স্বস্তি আর আনন্দ হচ্ছে।
:boss: :boss: :clap: :clap:
অসাধারণ, বরাবরের মতই
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সামিউল,
প্রতিবারের মতোই তোমার মুগ্ধ মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে। লোভীর মতন তাকিয়ে থাকি তুমি এলে কি না। 🙂
বারবার পড়ার মত ক'টি পংক্তি।
বারবার কেন?
প্রতিবারই নতুন কিছু খুজে পাচ্ছি...
আসাধারন!!! (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কবরীর লিপসে এই গানটা নিয়ে কিছু বলেন বস।
আমার তো খুব sensuous মনে হয়েছে গানটাকে সবসময়।
বারবার প্রেমে পড়ানোর মতন এমন নায়িকা,আমার বিচারে, একমাত্র দ্বিতীয় হবেন বাংলা ছবিতে অপর্ণা সেনের কাছেই।
ভাল জিনিষ মনে করাইছো ভাল মানুষরেই
হলে গিয়ে যখন রংবাজ দেখেছি, ক্লাস ফোরে-টোরে পড়ি।
সে যে কেন এলে না দেখে তো সারাক্ষনই চোখে ভাসে কবরির মুখ। মুগ্ধতা আর কাটেইনা...
*************************************
তখন আমি ইউনিভার্সিটি ল্যাবের ছাত্র। খান আতার ছেলে ইমান আমার সহপাঠি বন্ধু। দুজনের বাসও মোহম্মদপুরে।
আমরা আসাদ এভিনিউ, ওরা ইকবাল রোড। বেশী দূরে না তাই মাঝে মাঝেই হেটে ওদের মাঠে চলে যাই খেলতে।
ওখানে ইমানের বন্ধু বাবনুর সাথে খেলা সম্পর্কিয় পরিচয়। আমি-ইমান-বাবনু ভালোই খেলাধুলা নিয়ে মেতে থাকি মাঝে মাঝেই।
*************************************
রংবাজ দেখে পরদিন খেলতে গেলাম। খেলার পর বলের উপরে বসে গল্পগুজব করছি। আমার আসল উদ্দেশ্য রংবাজ নিয়ে চাপাবাজি করার।
একথা সেকথার পর উঠালাম। ঐ গানের কথা।
বললাম "কবরী এইগানটা এত সুন্দর গেয়েছে না......
বাবনু বলে উঠলো, হ্যাঁ আমার মা। মায়ের সিনামা আমি দেখি না।
বন্ধু-মাতা কবরিকে নিয়ে হওয়া মুগ্ধতার সেই থেকেই ইতি টানতে হলো।
দি এন্ড অব এ মুগ্ধতা...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
উপ্স! বলেন কী।
এ তো বিরাট কাকতাল। আ হা, নায়ক-নায়িকার সন্তানদের জীবনটা কমপ্লিকেটেড হয়ে যায়।
"নায়ক-নায়িকার সন্তানদের জীবনটা কমপ্লিকেটেড হয়ে যায়"
হ্যাঁ, তৌকিরের ছেলেমেয়েদের দেখে বুঝি।
বিপাশা ভাবি যে কি কনশাসলি ওদেরকে স্বাভাবিক বেড়ে ওঠাটা দিতে প্রানান্ত চেষ্টা করেন, দেখলে চোখ জুড়িয়ে যায়।
যে সব সেলিব্রিটিদের সন্তানরা এরকম থিংকিং সেলিব্রিটি মা পায় নাই, তাঁদের জীবনটা আসলেই কষ্টের।
বাবনু যখন ড্রাগ ওভার ডোজ রিলেটেড কমপ্লীকেশনে মারা যায়, অনেক দুঃখ পেয়েছলাম। সেও পনেরো-কুড়ি বছর আগের কথা।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
দারুন নূপুরদা, মিসকলকে জীবনেও এত রোমান্টিক ভাবে ভেবে দেখা হয়নি। :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂 🙂
এখন ভাবা শুরু করতে পারো, কি বল?
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আমি মিসকল খাপো 😡 😡 😡
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
তুমি আগে লাইনে আসো! :chup:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আমি চাই কল না হোক অন্তত মিসকল দিয়ে কেউ আমায় লাইনে আনুক 😀
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
ফোনালাপের সঙ্গী না হোক, অন্তত জিজ্ঞেস করুক
তোমার ফোনে এত মিসকল কেন
😀 😀
ছোটখাট কোল্ড ওয়ার চলছিল গত দুদিন ধরে। সীমান্তে উত্তেজনা। আজকে সাদা পতাকা দেখিয়ে এগিয়ে গিয়ে বললাম, "আমাকেই এগিয়ে আসতে হলো। কাজটা ঠিক হলো না। দুজনই নিজেকে আহত করছি।"
উত্তর দিলোঃ "বাসায় এসেছো?"
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
প্রশ্ন করলনা তোমার গলা এত ভারী কেনু?
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
কি যা তা বলছো দিবস! ভারী কেন হবে?! x-(
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হুম। মাথা ঠাণ্ডা রাখাটা জরুরী। মিশিগান আর বাংলাদেশের আবহাওয়া যুগপৎ সামলানো কি যা তা কথা!
দুই দেশের আবহাওয়া তার উপর পরীক্ষা ও থিসিস সব মিলিয়ে বহুদিন পর সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করার সুযোগ পেল। সাধারণত গোলাগুলির ঘন্টা দুয়েকের মাঝেই জরুরী পতাকা বৈঠক ডাকা হয়। এবার একদিন পরে গিয়ে ইনিয়ে বিনিয়ে বললাম আরকি! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
চুমোয় ভরা ক’টা মিসকল
কি ক্ষতি দুচারটা লাইক
ফেস কিংবা বুকে 😡 😡 😡 :-*
পুরাদস্তুর বাঙ্গাল
😛 😛
"ইতা করলে উষ্টা মাইরা গাঙত নিয়া ফালামু" :((
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হা হা হা হা।
তিষ্ঠ।
🙂 অসাধারন নুপুর ভাই। ব্যাপক মজা লাগছে পড়ে। 😀
ধন্যবাদ জিয়া। তোমার লেখা ফেসবুকে দেখি। এখানে পাই না।
বেশ কয়েকটা একসঙ্গে এখানে দাও না কেন।
ব্যাপক :awesome:
:hatsoff: :hatsoff:
মুগ্ধতা চরমে পৌঁছালে নিরবতায় রুপান্তরিত হয়। :-B
নিরব রইলাম... :hatsoff:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কবির জায়গায় পাঠকই নীরব হয়ে গেলো।
😀 😀 😀
:boss: :boss:
:boss:
sami