আমাদের এইটুকু দিন সূর্যোদয়ের রঙিন ছটা আর দুর্বোধ্য সব ছন্দাবলির অমলিন কারুকাজে আবদ্ধ থেকে যেতো যদি!
হতাশার ঘেঁষাঘেঁষি স্বপ্নগুলো অথচ কাঁচের জারে বন্দী মাছের মতো পাখনা মেলে আশপাশের ভ্রান্তিময় জগতটাকে না-ভালোবেসে-না-পারার অনুভূতি নিয়ে একটু একটু করে মজে না উঠতে’ কলতলায় কলসি-বালতির ধুন্ধুমার লেগে গেছে — মিহিসকালকে থাপ্পড় মেরেছে খাটা পায়খানার হাওয়া; খবর-কাগজে মৃত্যুর চকচকে উদযাপন, বিজ্ঞাপনী অট্টালিকায় ঢেকেযাওয়াজনপদ আড়মোড়া ভেঙে চায়ের টেবিলে চলে এলে আরেকটি মামুলি দিন তার পরিক্রমা শুরুর আগেই মুখ থুবড়ে পড়ে থাকে
১৫ টি মন্তব্য : “অণুব্লগ আন্দোলনে আমিও সামিল”
মন্তব্য করুন
কবিতা কবিতা লাগে
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
গদ্য লেখার হাত আর হলোনা পারভেজ ভাই।
"প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা"
কবিতা = স্নিগ্ধ জিনিষ
"এবার কঠিন কঠোর গদ্যে আনো"
গদ্য = কঠিন কঠোর জিনিষ
কঠিন কঠোর মানে গড়পরতা জিনিষ তো যে কেউই পয়দা করতে পারে।
স্নিগ্ধ জিনিষ মানে ফাইন টিউনড জিনিষ কি আর সবার হাতে বের হয়?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সমীকরণটা বেশ মজার তো!
গদ্য লেখায় যে হাত মকশো করা হলনা তার অন্যতম প্রধান কারণ অবশ্য আলসেমি।
পাতার পর পাতা লেখাটা এক বিরাট কষ্টসাধ্য ব্যাপার।
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
তুমি খালি তালিয়াই বাজাই গেলা। হাতে ফোশকা পড়ে নাই এখনো?
কথাটা সাংঘাতিক লাগলো। :boss:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂
পড়ার পর কেন জানি মফস্বল শহরের একটি ছবি মাথায় ঘোরাফেরা করছে- অবিবাহিত, চাকুরিজীবী একজন মানুষ (অবশ্যই মোটা চশমা পড়া ;)) ) বারান্দায় চেয়ারে বসে চা খাচ্ছে...সামনে টিউবওয়েলে পাড়ে বসে কাজের মহিলা আগের রাতের এঁটো থালাবাটি পরিষ্কার করছে... বাড়ি ওয়ালার ছোট ছেলেটা পাশে দাঁড়িয়ে ব্রাশ করছে... এমন সময়ে পেপারওয়ালা পেপার দিয়ে গেল...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আহা সিরাম একটা ছবি তুলে দিলেন!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সিরাম ছবি
সাধু, সাধু।
You cannot hangout with negative people and expect a positive life.
🙂 🙂
বাহ্ 😀 গদ্য কবিতা । একটা পুরো বাক্য আর একখান অসমাপ্ত 😉
দাড়ি কই নূপুর :-/
পুরাদস্তুর বাঙ্গাল
আপ্নে দেখি লালসালুর মজিদের মতো জিগান - 'তোমার দাড়ি কই মিয়া?'
=)) =)) =))