একর্ডিয়নে হাঁক দিয়ে
রোদেলা দিন কি আনো?
শহরে নেমে’
ওড়নার পিছু পিছু
ফুসলে নিয়ে গেছো
বারান্দার সব প্রজাপতি
‘হোক না কিছু ক্ষতি!’ বলে
মাছবাজার, ময়লার স্তুপ
নর্দমা পেরিয়ে নির্বিকার
হারমোনিকার সুরে মজে
সার্কাসের টিকিট কিনে
পথ হারিয়ে নাজমা ম্যাডামের
ট্রাপিজে চড়তে’
সমস্ত শহর
ভোকাট্টা
ফেঁসে গেছে
সেলফোন টাওয়ারে
চূড়ায় চূড়ায়
তুমি তবে প্রজাপতি-চোর,
স্বপ্ন কেটে কেটে
নেলকাটারে
রাতভর
সেতারের মীড়
আনন্দ রোমন্থন
ব্লুটুথ হেডফোনে
মুভিশেষে অথচ
বিষণ্ণ ভায়োলিন তুমি —
চোখ দুটো
কেঁদে ফোলা ফোলা।
ওদিকে বাইরে হরতাল,
ব্যারিকেড উঠছে
তোমাকে যেতে দেবেনা বলে
দ্যাখোনা
মোড়ে মোড়ে
জমে গেছে
কি বেয়াড়া জটলা!
চলচিত্রটি দেখা হয়নি। ৮.৫ আই,এম,ডি,বি রেটিং মানে খুবই ভাল হবে। চলচিত্র দেখার পরে কবিতার মানে স্পষ্ট হবে নাকি?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এ ছবি দেখে ভীষণ মুগ্ধ হয়েছিলাম। বারেবারে দেখার মতো। এ লেখার সাথে ছবির গল্পের কোন মিল নেই, এটি স্রেফ আমার প্রতিক্রিয়া।
দেখে নিও পারলে। অন্তত ইউটিউবে থিমসংটা শুনো। ওটা শুনলে এ লেখার উন্মাদনা কিছুটা রেশনাল মনে হতে পারে।
বোঝা উচিৎ ছিল গানের কথা বলছেন। একর্ডিয়ন, হারমোনিকা, বেহালার কথা আছে। শুনে ফেলছি! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂 🙂
মেয়েটিকে, মানে মুভিটাকে দেখা দরকার। সবাই তো আর ওড়নার পিছু পিছু প্রজাপতি ফুসলে নিয়ে যেতে পারে না।
:thumbup: :thumbup: বরাবরের মতই।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
মুভিটা অবশ্যই দেখতে হবে। রোমান্টিসিজম কাকে বলে বোঝা যাবে। এজাতীয় মুভির পর হলিউডি প্রেম স্রেফ বিরক্তি উৎপাদন করে।
বেশ আগে দেখা, তাই ঘটনা তেমন মনে নেই। খালি মনে আছে অঁদ্রে তুঁতু এর এক্সপ্রেশন। মাই গড! ওর চোখ-মুখ যেন হড়বড় করে কথা বলতে থাকে!! চোখ-মুখের এরকম লাইভলি এক্সপ্রেশন আমি আর দেখেছি বলে মনে পড়ে না। সিনেমাতে ওঁর অভিনয়ের কথা ভাবতে গেলে কেন জানি রোনান কিটিং এর 'You say it best, when you say nothing at all' গানটার কথা মনে হচ্ছে...
নূপুরদা, সুন্দর স্মৃতিটাকে খোঁচা দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ! 😀
আসলেই, 'শী সেইড ইট বেস্ট, হোয়েন শী সেইড নাথিং এট অল...!' (সম্পাদিত) (সম্পাদিত) (সম্পাদিত) (সম্পাদিত)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গানের লিংক্টা দিতেই পারলাম না... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
🙂 🙂 🙂
কী একখান মুভি, বলো?
গানটা আমার খুব পছন্দের। একসময় খুব শুনতাম।
ফর মোকা, জুনা এন্ড আকাশ,
ছবির পোস্টারটা কি লেখার শুরুতে বসালে ভালো হয়?
জানিও। ভোটাভুটিতে সিদ্ধান্ত নেবো।
আসলে বলতে চেয়েছিলাম everybody ই। মতামত সকলের জন্যে অবারিত। 😛
পোস্টারটা সামনে দিলে গুগল সার্চে শুরুতেই নামটা যাবে। আমি সামনে দেয়ার পক্ষে! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ছবিটা পরে দেবার পক্ষে আমি... O:-)
ফ্রন্ট পেজের প্রিভিউতে কি জানি সমস্যা হয়, অনেক আগে সেরকমই শুনেছিলাম... :-B
তাছাড়া, প্রথমে ছবি দিলে ফুটেজের অনেকখানি ঐ ভয়ঙ্কর কিউট আপুটাই খেয়ে ফেলবেন... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ দুজনকেই।
ফলাফল: ১-১
যাক, এ্যাওয়ে ম্যাচে ড্র করে অন্ততঃ ১ পয়েন্ট পাইলাম। তাই বা মন্দ কিসের!! 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আহা, বিশ্বকাপ ফুটবলের সেই সময়টা দুর্দান্ত কেটেছিল। কি বল!
ক্যাফে কিন্তু খোলাই আছে। কাস্টমার নাই! 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আহ Amélie
:boss: :boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂 🙂
মুভি দেখে খুব ভাল লেগেছিল, কিন্তু কবিতাটা আরও ভাল লাগলো।
:boss:
www.tareqnurulhasan.com
এই, কতদিন পর তোমাকে পেলাম এখানে! কই ছিলে?
অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্যে।
কবিতা 'আরও ভালো লাগার' সংবাদ আনন্দে উদ্বেলিত করে দিলো।
এই অংশটা খুব ভালো লাগলো। ছবিটার পোস্টার দেখেছি অথচ দেখা হয়নি।
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
অশেষ ধন্যবাদ হামীম।
দেখে ফেলো মুভিটা।
অ্যামেলিয়া- শহরে নেমে’
ওড়নার পিছু পিছু
ফুসলে নিয়ে গেছো
বারান্দার সব প্রজাপতি :dreamy: :dreamy:
পুরাদস্তুর বাঙ্গাল
;;) ;;)