রাজা নেই কোনো
তবু ঘনঘন
সান্ত্রী আসে,
অগণণ।
গ্রেপ্তারি পরোয়ানা
নিয়ে দুয়ারে দাঁড়ালে
মেঘের সঘন স্বনন,
প্রতিবাদে ফুঁসে ওঠে ছাতা –
যা নয় তা’
বলে গাল পাড়ে
খানাখন্দ,রিকশার পলিথিন
বন্দী তবু হাতকড়ায়
নির্বিকার,
নিপীড়ন-পিয়াসী;
বৃষ্টির দাসত্বে
হাসিমুখে লীন….
_________________________________________
ফেসবুকে সাবিহা জিতুর বৃষ্টিজনিত স্ট্যাটাস পড়ে।
:brick:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
দাদা দেখি নেলসন এ আছেন
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ফেসবুক পরিক্রমায় বুঝলাম আজ ঢাকা বৃষ্টিতে আক্রান্ত।
শুধু ঢাকা না, আমি যা বুঝলাম, খুলনা, যশোর, গাজীপুর, সিলেট যারা যারা ছিলেন সবাই স্ট্যাটাস দিয়েছেন! অনেকদিন পর এরকম দেশব্যাপী বৃষ্টি হচ্ছে জানতে পারলাম। মৌসুমের প্রথম বৃষ্টিটা কি দেশ জুড়েই হয় নাকি এটা কাকতালীয় ছিল? তবে যাই হোক, হেটারস উইল হেট, বাট আই লাভ পিপল'স রিএ্যাকশন টু রেইন। এরকম গরমের পর শীতল বৃষ্টিতে যদি একটু রোমান্স অনুভব না করে প্যাঁচার মত মুখ বানাই তাহলে চলবে?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
বাইরে হয় অল্প একটু বৃষ্টি, আর
ফেসবুক ভাসে বন্যায়...। 😛
কবিতাটা ফেসবুকে পড়েছি ভাই...
এককথায়...... :gulli2:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ধন্যবাদ সামিউল!
মার্কিন দেশে উত্তরের মানুষ বৃষ্টিতে ভেজাকে বিরক্তিকর ছাড়া আর কিছু মনে করে না। অন্তত আমার এই শহরে তাই দেখলাম। এখানে ঝুম বৃষ্টিও খুব একটা হয় না। এক দুইবার হয়েছে সুযোগ হাতছাড়া করিনি। নেমে গিয়েছি রাস্তায়। ছাতা হাতে হেটে যাওয়া মানুষজন অবাক হয়ে তাকিয়ে ছিল, বৃষ্টিতে ভেজার মাঝে আবার কি মজা? 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দেশের বৃষ্টির তুলনা হয়না।উত্তর আমেরিকার বর্ষণ নিয়ে কাব্য করা অসম্ভব যেন।
অনেকটা জেদের বশে ভিজেছিলাম। হাঁড় জমে আসছিল। তারপরেও ভাল লাগছিল। কিন্তু যেটা বললেন, এত ঠান্ডায় কাব্য ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকবে! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দারুন কবিতা।
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
ধন্যবাদ মাহমুদুল!
দারুন নূপুরদা।
চট্টগ্রামেও বৃষ্টি হয়েছিল তবে তার আগে ভয়াবহ রকমের ব্জ্রপাত ছিল প্রধান আকর্ষন। ফেসবুকে বৃষ্টির বিষয়টা মজার। নিজে ফেসবুক থেকে দূরে ছিলাম দুদিন, বৃষ্টি শুরু হবার পর বউকে ফোন দিলাম, যখন জানতে চাইলাম ঢাকায় বৃষ্টি হচ্ছে কিনা তখন সে উলটো আমাকে জিজ্ঞেষ করে, তুমি ফেসবুকে ঢুকো নাই? :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ, ধন্যবাদ।
এখানে এখনো ঠাণ্ডা। তবু দেখো দেশের বৃষ্টি কেমন করে ভেজায়।
আমি প্রতিদিন ইয়াহু ওয়েদারে বাংলাদেশের আবহাওয়া চেক করি 🙂 জানতাম যে বৃষ্টি হচ্ছে ! ফেসবুকে না ঢুকেই! গ্রেট এচিভমেন্ট , কি বলেন? 😛
😛
এমন এক দেশে থাকি বৃষ্টি হইলো আগ্নেয়গিরির লাভার মত। গায়ে পড়লে মরে যেতে ইচ্ছা হয়।
খুব ইচ্ছা একটা ঝুম বৃষ্টিতে ভেজা তারপর বাসায় গিয়ে রঙ চা আর চাল ভাজা খেতে খেতে কাঁথা মুড়ি দিয়ে গান শোনা।
অথবা এরকম সুন্দর কিছু কবিতা শোনা।
নুপুরদা আমি আপনার ককটেইল এর রেসিপি অনেককেই বলেছি এখানে।
আমার নিজের খুব শখ বাসায় একটা ছোট বার এবং পোকার টেবিল রাখা। কিন্তু থাকি চিলেকোঠায় 🙁
খুব সুন্দর হয়েছে ভাইয়া। :clap:
ধন্যবাদ নাজমুল
অসংখ্য ধন্যবাদ।
দেশে যাবো এবার। বৃষ্টি নিয়ে নিয়ে যত আদিখ্যাতা আছে সব দেখাবো।
বৃষ্টি এলো নূপুর টুপুর আবেগেতে টান 😀
পুরাদস্তুর বাঙ্গাল
:shy: