রাধাকথন-৭

বাসে উঠে’ আজ
‘আ মেরে জান
শাহরুখ সালমান’
চেঁচাবোনা। প্রমিজ!
আজ কোন
প্রসাধন নেই,
উচ্চগ্রাম শিস
করতালি নেই,
নেই জোড়াতালির
উত্তেজক কামিজ

আজ এই আধা-
মানবী নয়
তোর রাধা
হয়ে যাক,
আজ চোখ
সরিয়ে নেয়া থাক।
আজ দশটাকা দিয়ে
পালানো নয় প্লিজ!

১,১৬৬ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “রাধাকথন-৭”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    বুঝতে কিছুটা সময় লেগেছে। কিন্তু ধরতে পেরে আনন্দিত। মস্তিষ্ক বেশ ভালো কাজ করছে তাহলে! 🙂 🙂

    কেমন আছেন নূপুরদা?


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. সামিউল(২০০৪-১০)

    নূপুর ভাই, লগ আউট করতে না পারার বিরক্তেই যদি এইরকম জোশ কবিতা বের হয়, নরমাল সময়ে তাইলে কী যে বের হবে?? 😀 😀 😛

    আপনারে আর লগ আউট করতে দেয়া যাবেনা।
    এডু স্যার কই??


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।