আজ না হয় মনিটরেই
অবিরাম বৃষ্টি পড়ে যাক,
হেডফোনে মুহুর্মুহু বাজ!
ঘষা কাঁচ ভেবে
বিন্দু বিন্দু টলোমল
জল এসে
লেপ্টে যাবে,
সবকিছুকে ধুত্তোরি দেবার
আদেশ দিয়ে
এলোমেলো পায়ে
নেমে গেলে
কীবোর্ড
বেসামাল হবে
ভেতরঘর থেকে
উঠে আসা ভাপে,
গতজন্মের
হারানো মনস্তাপ
স্বপ্নের কথা ভেবে
পস্তাবে কেমন কে জানে!
নির্বাসন মেনে নিলে
সহনীয়তাই যদি
জীবনের আসল মানে,
দিনটা না হয়
বর্ষায় চুবে থাক
কি ক্ষতি –
কোথাও নাটক নেই আর,
সবখানে’
বিজ্ঞাপন-বিরতি…
প্রথম 😀 এবং অসাধারণ। :hatsoff:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ধন্যবাদ মোকাব্বির।
তোমার ছবি সিরিজ ও অন্যান্য লেখা মুগ্ধ হয়ে পড়ছি কিন্তু; মাত্রই সিসিবিতে ফের বাংলায় লিখতে সক্ষম হচ্ছি - built-in ফোনেটিক এ লেখার অপশনটা চলে গিয়ে বড্ড বিপদে পড়া গেছিলো।
জিহাদের প্ররোচনায় ফোনেটিক ছেড়ে প্রভাত দিয়ে লিখছি। অাগের মত হাওয়ার বেগে লিখতে না পারলেও প্রভাতের সংকর জাতের লে-অাউট বেশ ভালই লাগছে। 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সাবাস কবি!
লোকে যারে বড় বলে বড় সেই হয়!
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে জুনাইদ ভাই।
:clap:
চমৎকার দাদা।
আজ এখানে দারুন গরম পড়েছে।
আপনার নামানো বৃষ্টিতে একবারে ভিজে গেলাম। :boss:
একাকীত্বে এখন বসবাস আমার; আর তাই শেষাংশে এসে নিজেকেই যেন খুঁজে পেলাম।
টিভির সামনে বসে রিমোর্ট চেপে চেপে ব্যাটারীর আয়ু কমছে শুধু... :thumbup:
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমার এমন মন্তব্যের জন্যে।
যেমন ইচ্ছে লেখার কবিতার খাতা জনসমক্ষে বার কবার সাহস হু হু করে বেড়ে যায়! 🙂
লং ডিসটেন্স রিলেশনশীপের ছোট্ট একটা ট্রেইলার...:D
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কি জানি! হয়তোবা।
নূপুরদা, মন ভাল করে দিলেন ।অসাধারণ !
🙂 🙂
শুধু মাত্র আপনার কবিতায় একটা কমেন্ট করার জন্য লগ ইন করলাম ! বারবার পড়া যায়। বিশেষণের ঘাটতি আছে আমার ! তাই আর প্রশংসা করার সাহস দেখালাম না ! :boss: :boss:
নূপুর দা ,রেগুলার এরকম কোবতে চাই ! এতদিন পর পর দিলে ঘরে ঘরে আন্দোলন গড়ে তোলা হবে ! :))
অসংখ্য ধন্যবাদ নাফিস।
লিখতে তো চাই আরো নিয়মিত, আরেকটু ভালো করে - কিন্তু হয়ে আর ওঠে কই।
আমি যার কবিতার মুগ্ধ পাঠক।
:shy: :shy:
দের মে আয়া তো দুরস্ত আয়া
:boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
তাই?
নিশ্চয়ই
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এভাবে হঠাত উদয় না হয়ে নিয়োমিত থাকুন না দাদা............তবুও মাঝে মাঝে কবিতায় দেখা হবে আপনার সাথে............
শিবলী,
মাঝে মাঝেই লেখালেখির ভাবনায় বিরাট ছেদ পড়ে যায়। এবারে এমনটা হবার মূল কারণ দেশের অবস্থা -- মনটা পুরোপুরি রাজনৈতিক আর অস্থির হয়ে পড়েছিলো।
সিসিবিতেও বাংলায় লিখতে পারছিলামনা। সরব না থাকার এটাও একটা প্রধান কারণ।
তোমাকেও অনেকদিন পর দেখলাম এখানে।
আমার প্রিয় কবির প্রত্যাবর্তন 🙂 দারুন লাগলো নূপুর দা :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ,
'প্রিয় কবি'র খেতাব পাওয়া তো সহজ কথা না! মাথা পেতে নিলাম।
সিমপ্লি আপ্লুত।
ইহকাল আর পরকাল নিয়া ঘোর বিপদে আছি।
এইবার তো ঠেলায় পৈড়া রোজাও রাখ্ছি।
আর আপনি এখন পুর্ব জন্ম নিয়া আসলেন।
আগের জন্মে আসলে কি ছিলাম?
মানুষ না না-মানুষ?
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আর আমি আছি গতকাল নিয়া।
=)) =)) =)) =)) =)) =))
সুন্দর
আমার প্রিয় কবি
রেশাদ,
ওই যে আকাশকে বললাম - একই কথা এখানেও বলি, এ বড় প্রিয় সম্বোধন - 'প্রিয় কবি'!
এ ডাকে ধন্য হবোনা এমন সন্ত তো হইনি!
এই প্রিয়তা থেকে বিচ্যুত হলেও কিন্তু জানিও। প্রাণ ভরে আলোচনা-সমালোচনা হোক লেখালেখির।
আছো ভালো? অনেকদিন পর!