‘লন, টান দ্যান একখান’
বলে হুস করে
একপাল ধোঁয়া আকাশপানে
উড্ডীন হলে
চাঁদের আলোয়
শহরের গা
বলাকা ব্লেডের মতো
চকচক করে
মগজের গলি ঘুপচি থেকে
গানের কণাগুলো
গলায় এসে গুনগুন করে উঠতে’
রিকশাঅলার কণ্ঠেও
লালন ফকির নেমে আসে,
পেশল মুঠোয় বেলের বদলে একতারা
রিকশার হুড নৌকার ছই –
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে
সাঁইসাঁই পাল তুলে
অতঃপর
মেহেদীবাগ, লাল খাঁন বাজার হয়ে
সাঁই টাইগারপাস পৌঁছে যাবে
এমন সময়-
ভুস করে এক শুশুক।
সাইড দেয়ার আগে’
হাত বাড়িয়ে
বেরসিক হুইসেল
বাজাতে বাজাতে
গঞ্জিকাসেবনের অভিযোগে
দুজনকে নৌকাসমেত গ্রেপ্তার করে
ও আপনার তাইলে পুরান অভ্যাস, আগে ছিল শুকনা, এখন হইছে ভিজা। বুচ্ছছি। ;))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:))
ফয়েজ,
অভ্যাস ছিলোনা, অভিজ্ঞতা ছিলো। 😀
এই লেখাটা ৯৬-৯৭-র দিকের।
অভ্যাস ছিলোনা, অভিজ্ঞতা ছিলো
:)) :)) =))
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😀 ফয়েয ভাই (সম্পাদিত)
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
নূপুর ভাই আপনি অসাধারণ......।
:shy: :shy:
বরাবরের মতোই .. অসাধারণ।
থ্যাংকস মনজুর।
চাটগাঁয় এইসব হয়! মজা লাগলো আপনার পুরানো দিনের কবিতা পড়ে।
আমার বন্ধুয়া বিহনে
শুধু কি চাটগাঁয়? সবজায়গায় সবকিছু হয়।
ডাক্তার হইয়া ব্লগে আপনি বেশ মদ-গাঞ্জার প্রেসক্রিপসন দেন। বুঝছি মাইকেল জ্যাকশনের ডাক্তার আপনের গুরু ছিল।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আমি মানুষটা যে সুবিধার না সেটা ক্রমশঃ প্রকটিত হচ্ছে। 😀
:goragori: আপা ঠিক ধরছেন। এসব করেই তো এরা পেটের মধ্যে ছুরি, কাচি আর ব্যান্ডেজ রেখে দ্যান।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রাজীব,
ডাক্তারী যতদিন করেছি ততদিন এসব থেকে দূরে ছিলাম সত্যি।
কারণ অফডিউটি কালীন ঘুমুতে যাবার সময়েও মনে হতো কেউ যদি আসে/ডাকে প্রয়োজনে! অভিজ্ঞতার এই কাহিনী কিন্তু ছাত্রাবস্থার।তারপর ডাক্তারী ছেড়ে দিলে তেমন পিছুটান রাখিনি এসব নিয়ে।
'এসব' করে ছুরি কাঁচি পেটের মধ্যে রেখে দেবার ডাক্তারের সংখ্যা আমি নিশ্চিত খুব কম। তাছাড়া ডাক্তার (এবং আর সবার) নৈতিক মূল্যবোধের অবস্থা 'এসব' এর প্রভাব ছাড়াই বেশ খারাপ।
নূপুর ভাই,
লোকের মন্দ কথায় কান দিয়েন না, ক্যালিফোর্নিয়াতে চারদিকে দেখি গাঞ্জার দোকান, রীতিমত সরকারি-স্বীকৃতি নিয়ে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী 😛
আর গাঞ্জা খাওয়াকে মন্দ বলা যে একটা রাজনীতি, সেটাও আমি দস্তুরমত গবেষণা করে বের করেছি B-) ...
কাজেই, 😉
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
এ রাজনীতির কিছুটা আমিও পড়েছি।
বলো কি, ক্যালিফোর্নিয়ার তো রমরমা অবস্থা তাহলে। 🙂
:-B
আপনাদেরই ছেড়ে দেয়া ধোয়ার পাল যেনো বোদলেয়ারের আকাশের চলিষ্ণু মেঘ হয়ে গেলো :hatsoff:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ওয়াও!
হুমমম... ৯৬-৯৭? ছাদে বসে লেখা নাকি?
:)) :)) :))
ঠিক ধরছিস দোস্ত।
এই লেখা জেমসের কনসার্ট থেকে ফেরার পরে লেখা।
মিলে গেল।
নিপুন দা, পতেংগা বীচ এর লাল পানি বাদ গেল মনে হয়।
অসাধারণ!!!!!!
তানভীর আহমেদ
নিপুনদা!
😮
কি আর করবেন নূপুর ভাই,
পোলাপানে মনে হয় লাইনেই আছে 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:khekz: :khekz: :khekz:
ভাইলো বলছো মাহমুদ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নূপুর দা, লজ্জিত। :bash: :bash: :bash:
অনাকাঙ্খিত ভুলের জন্য দুঃখিত।
টাইপিং এর ভুল খেয়াল করিনি।
তানভীর আহমেদ
আরে লজ্জিত হবার কি হইলো?
আমি তো চরম মজা পেলাম।