সবুজ আঁচল ভেদ করে
আমূল বিঁধিয়ে
প্রেমের সুতীক্ষ্ণ ছোরা
নিরুচ্চারে চিরে দ্যায়,
হন্তারকের এ
কেমন অসুখ!
পিপাসার নামে হায়
ফালি ফালি
হয়ে যায়
তরমুজের
নরোম
লালাভ বুক।
১৯ টি মন্তব্য : “প্রলাপ-৯”
মন্তব্য করুন
সবুজ আঁচল ভেদ করে
আমূল বিঁধিয়ে
প্রেমের সুতীক্ষ্ণ ছোরা
নিরুচ্চারে চিরে দ্যায়,
হন্তারকের এ
কেমন অসুখ!
পিপাসার নামে হায়
ফালি ফালি
হয়ে যায়
তরমুজের
নরোম
লালাভ বুক।
অনেক কিছু বলার দরকার নাই, এইটুকু ই যথেষ্ট। ভাল লেগেছে :clap:
🙂
ধন্যবাদ ফজলে।
মাত্র কয়েকটা শব্দ মিলে কেমনে কেমনে এত্ত কথা লুকিয়ে থাকা একটা কবিতা হয়ে যায় জীবনেও বুঝতে পারবনা !!
:hatsoff: :hatsoff: ভাইয়া
কবিতা তুমি বেশ লিখছো। 'বুঝতে পারবনা' বললে পাবলিক বিশ্বাস করবেনা।
ফাটাফাটি হয় আপনার চিন্তাগুলো। অল্প ক'টা শব্দে তা আবার দারুণ শব্দরুপ দিয়ে ফেললেন। সাধু, সাধু!
আমার বন্ধুয়া বিহনে
অশেষ ধন্যবাদ রাব্বী।
ভালো লাগলো নুপুর ভাই......।
থ্যাংকস জিয়া।
:hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂 🙂
সিসিবি পিকনিকে আমাদের তরমুজ খাওয়া দ্যাখে কবিতাই লিখা ফেললা নূপুর!! সাধু... সাধু :clap:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 😀
অনেকদিন পরে আপনার লেখা পড়লাম, ভাই। যথারীতি অসাধারণ!
স্নানপর্বের কি অবস্থা?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
এদ্দিন পর আইসা কিসব কথা বলেন? বড় হন নাই?
@ সামিয়া:
যুদ্ধংদেহি মেজাজে ক্যান?
খবর কি সাকেব?
স্নানপর্ব গড়ায়নি অনেকদিন। দেখি নামানো যায় কি না।
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এই হাসির কারণ কি?
আহা.....নূপুর দা বরাবরের মতই :boss: