মৃত্যুগুলো দ্যাখো ফুটেছে কী শুভ্রতায়!
এপাশে
ট্রাফিকের দিনভর গোঙানি
লালবাতিতে লটকে থাকে জমাট খুন
আঙুলে গোলাপকাঁটা বিঁধে গেলে
ঠোঁটের সলতেয় আগুন
জুড়ে দিয়ে
প্রেমিকেরা শ্লাঘায়
ডুবে গেছে…
অতঃপর সবাই
ঘুরপথে সব অলিগলি শেষ করে
অইখানে
এপিটাফের
দুলাইনে এসে
পৌঁছুলে
মৃত্যুগুলো সাদা ফুল হয়ে ফোটে…
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:guitar: :guitar: :guitar:
অন্যরকম.................. একেবারে অন্যরকম......
অসাধারন....................
:clap: :clap: :clap: :clap: :clap:
-আলীম হায়দার.1312.
অনেক ধন্যবাদ আলীম।
বহুদিন পর এলে।ফিরে আসার পরে যা লিখছো তা ফলো করছি,
সময় করে আর মন্তব্যটা করা হচ্ছেনা।
শাজাহান সিরাজদের দেয়া মৃত্যু দুতের ছাড়পত্র,
আবুলের দেয়া নোংরা দেঁতো হাসি।
আল্লার মাল আল্লাহ নিয়ে গেলে,
কি আছে তাদের কিছু করার?
- আজিজ।
Smile n live, help let others do!
যা বলেছেন বস!
আচ্ছা বলেন তো বাংলা ভাষার উপর আপনার এতো ভাল দখল হলো কি করে?
এতো অল্প শব্দ, কিন্তু ভাব কতো বিস্তারিত।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
দীর্ঘ বাক্যে গল্প বুনবার ক্ষমতা নাই বলেই না স্বল্পকথার ফাঁকিবাজি ধরলাম। 😀
:thumbup: ata amar onno tomo akta prio kobita hoye gese...
:just:
-আলীম হায়দার.1312.
অতঃপর সবাই
ঘুরপথে সব অলিগলি শেষ করে
অইখানে
এপিটাফের
দুলাইনে এসে
পৌঁছুলে
মৃত্যুগুলো সাদা ফুল হয়ে ফোটে…
-আলীম হায়দার.1312.