অন্যমনে এলিয়ে থাকার
সফলপ্রায় ভানে
পস্তে চলা দুজনার
আঙুলগুলো নিয়ে
টিমটিমে চোখের
বেবিটেক্সিটি
দুপাশের গ্রামীণ
আঁধার ঠেলে
শহরের মুখে
এসে পৌঁছুতে’
ছটফটিয়ে
মুঠোর ভেতরে মুঠো
এসে গিয়ে
নোখেদের ঠোঁটে ঠোঁটে
নিরুপায় নোখ।
বিচ্ছেদের আসন্ন
ক্ষণে
ওদের আলিঙ্গন,
না হয়
আরেকটু প্রলম্বিত হোক!
আহা........নূপুর দা ড়ক্করে :thumbup:
ধন্যবাদ রেজওয়ান। 🙂
বরাবরের মতই দারুন :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂
ধন্যবাদ আকাশ।
:clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
তালিয়া ক্যান? হাতে হাত মিলিয়ে? 😛
সুন্দর লিখেছেন তাই ভাইয়া। তখন সময় ছিলো না তাই ৫ তারা আর তালি দিয়া গেছি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রুপান্তর-৩ এবং আমলকি দুটো কবিতাই পড়েছি। ভাল লেগেছে সবসময়ের মতো। আপনার কবিতায় বেশ একটা অনুপুঙ্খ চিত্র থাকে যেটা রুপকী কাব্যে ভাবনাকে মেলে ধরে। বেশ লাগে। আমার নিজের অল্প শব্দে ভাবনাকে ঠিকমতো ধরা খুব কঠিন মনে হয়।
আমার বন্ধুয়া বিহনে
ধন্যবাদ রাব্বী।
বহুকাল আগের একটা খসড়া সম্পূর্ণ করার চেষ্টা করলাম।
তবে আমার বিবেচনায় শেষে এসে নিজের স্টেটমেন্ট জুড়ে দেয়ার পুরো ব্যাপারটা খুব দুর্বল হয়ে গেছে। পুনর্লিখন করতে হবে আসলে।
তবে এই লেখার পেছনের গল্প বা ছবিটা আমার ভালই লাগে।
:clap: :clap:
ধন্যবাদ সুষমা।
:clap: :clap:
অনেক সুন্দর ভাইয়া...
shawn