রূপান্তর-৩

অন্যমনে এলিয়ে থাকার
সফলপ্রায় ভানে
পস্তে চলা দুজনার
আঙুলগুলো নিয়ে
টিমটিমে চোখের
বেবিটেক্সিটি
দুপাশের গ্রামীণ
আঁধার ঠেলে
শহরের মুখে
এসে পৌঁছুতে’

ছটফটিয়ে
মুঠোর ভেতরে মুঠো
এসে গিয়ে
নোখেদের ঠোঁটে ঠোঁটে
নিরুপায় নোখ।
বিচ্ছেদের আসন্ন
ক্ষণে
ওদের আলিঙ্গন,
না হয়
আরেকটু প্রলম্বিত হোক!

১,১১৫ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “রূপান্তর-৩”

  1. রাব্বী (৯২-৯৮)

    রুপান্তর-৩ এবং আমলকি দুটো কবিতাই পড়েছি। ভাল লেগেছে সবসময়ের মতো। আপনার কবিতায় বেশ একটা অনুপুঙ্খ চিত্র থাকে যেটা রুপকী কাব্যে ভাবনাকে মেলে ধরে। বেশ লাগে। আমার নিজের অল্প শব্দে ভাবনাকে ঠিকমতো ধরা খুব কঠিন মনে হয়।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।