আমলকি-রাত কেটে গিয়ে
জিভের গায়ে লেপ্টে
আসছে
মিষ্টি মিষ্টি ভোর,
দোর খোলা।
মিঠে আলস্যে
শতচ্ছিন্ন কাঁথা দ্যাখে
কুয়াশায় পুরুষটির
ফিরে চলা….
এদিকে
সুধায়-জারিত মেয়েটি
নিজেকে ভোলাবে বলে
স্বপ্নের ঝোলা
আমলকিতে ভরে তোলে…
আমলকি-রাত কেটে গিয়ে
জিভের গায়ে লেপ্টে
আসছে
মিষ্টি মিষ্টি ভোর,
দোর খোলা।
মিঠে আলস্যে
শতচ্ছিন্ন কাঁথা দ্যাখে
কুয়াশায় পুরুষটির
ফিরে চলা….
এদিকে
সুধায়-জারিত মেয়েটি
নিজেকে ভোলাবে বলে
স্বপ্নের ঝোলা
আমলকিতে ভরে তোলে…
সুধায়-জারিত মেয়েটি
নিজেকে ভোলাবে বলে
স্বপ্নের ঝোলা
আমলকিতে ভরে তোলে…
"অপূর্ব" আর কিছু বলার ভাষা খুজে পেলাম না! অভিনন্দন।- আজিজ ভাই
Smile n live, help let others do!
আজিজ ভাই,
আপনার মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম। 🙂
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂
আহা :clap:
🙂
ভালো আছো রেজওয়ান?
তোমার প্রোফাইল পিক দেখি পাল্টেছে।
:thumbup: :thumbup:
:thumbup:
:boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চমকের প্রয়োজন হলে আপনার ব্লগে একবার উঁকি দিলেই হয়।..... কী যে লেখেন দাদা.. মন ভরে গেছে।
-আলীম হায়দার.1312.
:shy: :shy: