বোঝার তেমন কিছু নেই আসলে,
তবু, চেষ্টা করি:
অলিন্দ নিলয় আসলে হৃৎপিন্ডের প্রকোষ্ঠগুলোর অন্য নাম
যদিও বাড়িরো (নিলয়) থাকে অলিন্দ....
ঘুলঘুলি সূত্রে
ওইটুকুন ছটফটেময় সত্তার
নিরন্তর যাওয়া আসা
হৃৎপিন্ডের ফোকর গলে গলে;
হৃদয়ের ফুটো বুজিয়ে দেবে
এমন সাধ্য বা সাধ্যাতীত আব্দার
এই ছোট্ট প্রাণের কাছে করা যায়?
করে ফেললে কি ছেলেমানুষিই না হয়ে যায়, তাই না?
:boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:boss:
নূপুর দা, খুব সুন্দর...
স্ট্যাটাস আকারে দিলাম...ফেসবুকে...(আপনার নাম সহ)
😛
দূর্দান্ত :boss: :boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অসাধারণ :boss: :boss: :boss:
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
ছোট্ট, কাব্যিক এবং নান্দনিক কল্প,
চড়ুইয়ের সাথেও কি গভীর গল্প!
আমার বন্ধুয়া বিহনে
:boss: :boss:
বুঝি নাই 😕 :no: :-/ 😮
চ্যারিটি বিগিনস এট হোম
বোঝার তেমন কিছু নেই আসলে,
তবু, চেষ্টা করি:
অলিন্দ নিলয় আসলে হৃৎপিন্ডের প্রকোষ্ঠগুলোর অন্য নাম
যদিও বাড়িরো (নিলয়) থাকে অলিন্দ....
ঘুলঘুলি সূত্রে
ওইটুকুন ছটফটেময় সত্তার
নিরন্তর যাওয়া আসা
হৃৎপিন্ডের ফোকর গলে গলে;
হৃদয়ের ফুটো বুজিয়ে দেবে
এমন সাধ্য বা সাধ্যাতীত আব্দার
এই ছোট্ট প্রাণের কাছে করা যায়?
করে ফেললে কি ছেলেমানুষিই না হয়ে যায়, তাই না?
:just: :clap:
-আলীম হায়দার.1312.