ঘাসে ছুঁড়ে ফেলে
দুপদাপ চলে গেছে
বলে কেমন তিরতির
কাঁপে দেখো,
তবে কি অভিমান মানে
ওই আধখাওয়া পেয়ারা?
সবুজ চিবুক ঘিরে থাকা
দাঁতের আধখানা-বৃত্ত
তবু বেয়াড়া কামড়ের
এইমাত্র-ইতিহাস
স্বীকার করবেনা বলে
পণ করে বসে আছে..
শাঁসে তখনো
লেপ্টে থাকা
অশ্রুপ্রবণ কিছু
লালা শুধু
শিশিরের সাথে
করে চলে ফিসফাস :
আরে,
পেয়ারে অমন
কত কি-ই তো হতে পারে,
এত অল্পে কেন যে
মাইন্ড খাস!
গোল ...... 🙂
কি লিখলেন দাদা ..!! :boss: :hatsoff:
🙂
দাদা, কিছু মনে না করলে একখান কথা জিজ্ঞেস করতে চাইসিলাম, চশমার কঠিন কাঁচ এর ভিতর দিয়ে কেম্নে এতো কিছু দেখেন, দাদা??? আপনার চশমাটা কি ইস্পিশাল অর্ডার দিয়ে বানানো?
You cannot hangout with negative people and expect a positive life.
চশমা তো নরমাল বইলাই মনে হয়!
আপনার ভাবনার প্রশংসা করা কর্তব্য 🙂
কবিতা জিনিসটা সম্পর্কে ভালো লাগা তৈরী হচ্ছে :thumbup:
বাহ্ , দারুণ খবর!
দাদা তো দিল্লি চুমু স্পেশালিস্ট 😀
চ্যারিটি বিগিনস এট হোম
জন্য 'দিল্লি' পড়ুন 'দেখি'
চ্যারিটি বিগিনস এট হোম
😛
পাবলিকে কইলো এই বিষয়ে দুই-একটা কথা বলার জন্য। নইলে এ বিষয়ে নিজেকে প্রকাশ্যে স্পেশালিস্ট মানাটা বেশ ঝুঁকির ব্যাপার, কি বলো?
পাব্লিক তো দেখি দারুন কথা কয়। 😀
চালায়া যান ভাইজান।
অঃটঃ আমি আপনার কবিতার ফ্যান এবং নিয়মিত পাঠক।
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্য হয়ে গেলাম আহমদ।
দোয়া কইরো।