তোমার বাহুমূল, পিঠের দু’পাশ থেকে
রক্তের ফোঁটাগুলো
গড়িয়ে
যেতে
যেতে
ফুলে পরিণত হয়ে গিয়ে
ভেতরে ভেতরে যদিও
উসকে দিচ্ছে যাবতীয় আগুন,
বারংবার বারংবার
তবু চিৎকার করে চলেছি
ডানা-কাটা-পরীদের আমি দু’চোখে দেখতে পারিনা……
তোমার বাহুমূল, পিঠের দু’পাশ থেকে
রক্তের ফোঁটাগুলো
গড়িয়ে
যেতে
যেতে
ফুলে পরিণত হয়ে গিয়ে
ভেতরে ভেতরে যদিও
উসকে দিচ্ছে যাবতীয় আগুন,
বারংবার বারংবার
তবু চিৎকার করে চলেছি
ডানা-কাটা-পরীদের আমি দু’চোখে দেখতে পারিনা……
আমিও পারিনা
:thumbup:
ফাটাফাটি হইছে।
আপনের তো একটা ক্লাস আছে, এইটা তারেও ছাইড়া গেছে মনে হইলো আমার :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
ফয়েজ,
এটা আসলে অনেক পুরনো লেখা।
একবাক্যে কবিতা লেখার খসড়া।
ডানা-কাটা-পরীদের আমি দু’চোখে দেখতে পারিনা…
:thumbup: :guitar:
:clap: :clap: :thumbup:
জটিল ।
ভাবীর সাথে কি ঝগড়া হইছে নাকি?
চ্যারিটি বিগিনস এট হোম
ঝগড়া না অতিরিক্ত ভাব হয়েছে বলে মনে হয়। পংক্তিটা পড়ে মনে হচ্ছে মাথা ঘুরে গিয়ে কবি ন্যাকা হয়ে গেছেন।
আবার পরবর্তিতেই মনে হচ্ছে এত্তোটুকুন কবিতায় রক্ত, আগুন, চিতকার, দেখতে পারিনা এসবের ব্যবহার কবি মনের উগ্র রাগের প্রকাশ।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
😀 😀 😀
ঝগড়া! না না।
ঝগড়া নিয়ে কবিতা লিখবে এমন রোমান্টিক বাঙ্গালি হবে কখনো?
@ ওয়াহিদা: তোমার পর্যবেক্ষণ তো মারাত্মক! তাই-ই তো, একটা ছোট্ট লেখায় এত সন্ত্রাস! ভাবা যায়!
:boss: :boss:
এই কবিতায় কমেন্ট করার বয়স হয় নাই মনে হইতেছে......... :((
আবু রইস স্যারকে খুব মিস করতেছি :bash:
বয়স হয়নাই মানে?
আবু রইস স্যারের ঘটনাটা কি?
আবু রইস স্যার আমাদের কলেজে কবিতা পড়াইতেন...গায়ে গতরে যতটা রাশভারী ছিলেন...তার চেয়েও বেশি ছিলেন তাঁর কন্ঠস্বরে। তাঁর কাছে মনে হত "ইতর" হচ্ছে সর্বনিকৃষ্ঠ গালি ।
উনি এখনো আছে এবং বহাল তবিয়তেই আছে... 😀 ..।এইডা আমি লিক্ষা কলেজে নিয়া যামু........দেহি স্যার কি কয়.....
চলো বহুদুর.........
পুরুষের চিৎকার .................................... ডানা কাটা পরিরাই পারে পুরুষদের মুখ হতে চিৎকার বের করতে। (সম্পাদিত)
😮 😮
ওরে বাবা... এতটা তো ভাবিনাই!
এক লাইনে কবিতা ...... :hatsoff: :boss:
কেমনে লিখেন ... 🙁 ~x(
ডানা-কাটা-পরীদের আমিও দু’চোখে দেখতে পারিনা……
😉
:shy:
ওদের আমার ভালোই লাগে না.........
খুব সুন্দর হয়েছে ! ডানা কাটা পরীকে অভিনন্দন! :shy:
:clap: culmination of romanticism......মন্তব্য নিষ্প্রয়োজন...
:boss: :salute:
চলো বহুদুর.........