গ্রীলে এসে থমকে যাওয়া
উত্তল এই বৃষ্টি-বিন্দুর পেটে
সমস্ত শহর
উল্টো লটকে গিয়ে
দু’জনে আজ মুখোমুখি
বর্ষার বিকেলে।
এতদিনের অনাবৃষ্টির পর
শুধোতে স্বভাবতই বাধে
কেমন আছো
কার সংগে ঘর
ক্যানো চলে গেলে।
কিছুই আর হয়না বলা।
দ্বিধাটুকু ঝরে গেলে
বৃষ্টির অসহ ভারে
ধাতব গ্রীল কাঁপে,
তীব্র মনস্তাপে
শহর ফিরে যায়
পুরনো বিস্তারে……
বস্ আপনারে আবারো সালাম... পুরা মারদাঙ্গা হইছে এই লাইনদুইটা।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
থ্যাংকস সাজিদ!
এতদিনের অনাবৃষ্টির পর
শুধোতে স্বভাবতই বাধে
কেমন আছো
কার সংগে ঘর
ক্যানো চলে গেলে।
বড়ই সত্য কথা 😛 😛
:salute:
:just: মাইন্ডব্লোয়িং!
এই দুইটা অংশ খুব খুব সুন্দর হইসে ভাইয়া :boss: :boss: ...সে তুলনায় প্রথম প্যারার শেষ চার লাইন তেমন ভালো লাগে নাই.... 😐 😐
তবে আপনার কবিতা নিয়ে বলতে পারাতেই নিজেকে ধন্য মনে করতেসি...এইবার চিন্তা করেন আপনি কোন পর্যায়ের কবি :hatsoff: :hatsoff: :hatsoff:
:shy: :shy:
লেখাটা ওভার অল ভালো লাগলো তাতেই আমি খুশি।
বহু চেষ্টা করেও আর ইমপ্রুভ করতে পারলামনা।
বিশেষণ সব শেষ নূপুর। লিখে যাও, বৃষ্টিতে বেড়াল নিয়ে ভিজে এখন স্নান করতে ভীষণ ইচ্ছে হচ্ছে। :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইজান ও তাইলে একখান কবিতা লিইখা ফেলান। 🙂
;;) ;;) :guitar: :guitar:
কঠঠিন হইছে :boss: :boss:
নূপুর ভাই দারুন লিখেছেন। 🙂
থ্যাংকস ভাবী।
আজকাল ফার্স্ট হইতে পারতেসেননা, বিজি নাকি?
চমৎকার একটা কবিতা নূপুরদা। :thumbup:
কেমন যেন একটা ক্লান্তি আর বিষন্নতার ছাপ।
ধন্যবাদ তানভীর।
ঠিক ধরসো। বৃষ্টির ওই মুহূর্তটি সত্যিই অনেক বিষণ্ণ ছিলো,
তার কিছুই আমি বলে উঠতে পারিনি।
আপনার কবিতা সব সময় দারুণ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:guitar: :guitar: :guitar:
নুপুর দা,
খুব সুন্দর।
ছোট ছোট ঢেউ এ মাতিয়ে দিয়েছেন পুরো কম্পোজিশনটা।
:boss:
সৈয়দ সাফী
অনেক অনেক ধন্যবাদ ওবায়দুল্লাহ।
লেখাটা আমার নিজের ভালোলাগায় এখনো
পৌঁছুতে পারেনি জানো। তবু সিসিবিতে দিয়ে দেয়ার লোভ সামলাতে পারছিনা।
কোনক্রমে লিখে উঠতে পারলেই হলো আর কি!
নাহ্ ঠিক হচ্ছেনা ব্যাপারটা।
কি বলো?
ভাইরে, আগে ছিল পূর্নেন্দু পত্রী, এখন হইলো আপনি। :boss:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পূর্নেন্দু পত্রী ... কোন কলেজ ... কত তম ব্যাচ ... :-B
ফয়েজ ভাইয়ের ক্লাসমেট নিকি ?? :frontroll: :frontroll: :frontroll:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
উনি মনে হয় ক্যাডেট না।
ফয়েজ ভাইয়ের বন্ধু মানুষ, চিল্লায় গিয়া পরিচয়। :grr:
:frontroll: :frontroll:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz:
:frontroll: :frontroll: :frontroll:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮 😮 😮 😮
😮 😮 😮 😮
তুমি ফাঁকিবাজ হইয়া গেসো।
লেখা দেখিনা যে!
মনে হচ্ছে যেন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছি । :thumbup: