নিয়ন্ত্রণাতীত বেড়ালগুলো
দিগ্বিদিক লাফিয়ে
পড়েই মিলিয়ে যাচ্ছে
সেই কখন থেকে
ঠেলাগাড়িতে ভর করে
অনিচ্ছুক দুপুর বয়ে
চলেছে দূরে।
রোদ্দুরে কি খোঁজার ভান করে
মেয়েটি জানলা দিয়ে
তাকিয়ে থাকে তুমি জানো
কেবল তুচ্ছ আশায় দিন গোণো :
জানলা থেকে সরে যায় যাক,
অগুণতি এসব বেড়ালদের
একটি অন্ততঃ
ঠিকঠাক পথ চিনে নিয়ে
ওর নরোম কোলে ঠাঁই পাক
১৬ টি মন্তব্য : “বিলাই-গল্প-২”
মন্তব্য করুন
আমিও বিড়াল হয়ে ওর নরোম কোলে ঠাঁই পেতে চাই। :dreamy: :dreamy:
নূপুরদার কবিতা মানেই দারুণ কিছু! যথারীতি এইটাও চমৎকার লাগল। :thumbup:
আমিও O:-)
ভাইয়া আপনি শিরোনাম দিচ্ছেন বিলাই, ভেতরে বেড়াল ক্যানো লিখছেন? এটার কি অন্য অর্থ হিসেবে বলছেন নাকি সেরকম কোন ব্যাপার নেই?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এগুলো আসলে বিষয়বস্তু ধরে লেখা, সিরিজের মতো।
বিলাই-গল্প ১ যেমন এর আগে এখানে দিয়েছিলাম।
নাম হিসেবে তাই ওটাই রেখেছি,
কিন্তু মূল লেখার মধ্যে 'বেড়াল' বলতেই স্বচ্ছন্দবোধ করছিলাম।
দুভাবে বলার এই ব্যাপারটা কি সমস্যা তৈরী করছে পাঠের ক্ষেত্রে?
আমার খটকা লেগেছে ভাইয়া, দুটো আলাদা ফ্লেভারের মনে হয়েছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনার বিড়াল নিয়ে প্রথম লেখাটা আবার পড়লাম, কিন্তু ওখানে খটকা লাগছে না, মনে হচ্ছে প্লটের কারনে খটকা লাগছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বোধহয়।
লেখাটা কেমন লাগলো? ভালো হয়নি, না?
নামটা নিয়ে ভাবছি।
ভাইয়া আপনার অন্য সব গুলো লেখা পড়ে একটা নরম অনুভূতি হয়েছে, কিন্তু এটা পড়ে একটু শক্ত অনুভূতি হয়েছে।
লেখা ভালো হয়েছে, শুধু অনুভূতির কথা বললাম, একটা নরম পালকের মত, আরেকটা শক্ত পালক, এই আরকি 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
৫ দাগাইলাম। যথারীতি দারুণ! তোমার কবিতা পড়ার স্বাচ্ছন্দ্যটা ভীষণ উপভোগ করি। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অসংখ্য ধন্যবাদ বস!
:boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
নূপুর ভাই যথারীতি আবার চিত্রকল্পে পারদর্শীতা দেখালেন। এতে আর আশ্চর্য হওয়ার কি আছে বুঝি না! O:-)
ছবির মতো কবিতা :thumbup:
এটা কোন ফাঁকে বাদ গেল!
যথারীতি দারুণ। এবং কোমল।
বিড়াল , বিলাই আমার ক্ষেত্রে কোন সমস্যা করেনি। ঠিকই আছে। :thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নূপুর ভাইয়া যথারীতি :clap:
:clap: :clap: :clap: