বিলাই-গল্প-২

নিয়ন্ত্রণাতীত বেড়ালগুলো
দিগ্বিদিক লাফিয়ে
পড়েই মিলিয়ে যাচ্ছে
সেই কখন থেকে
ঠেলাগাড়িতে ভর করে
অনিচ্ছুক দুপুর বয়ে
চলেছে দূরে।
রোদ্দুরে কি খোঁজার ভান করে
মেয়েটি জানলা দিয়ে
তাকিয়ে থাকে তুমি জানো
কেবল তুচ্ছ আশায় দিন গোণো :
জানলা থেকে সরে যায় যাক,
অগুণতি এসব বেড়ালদের
একটি অন্ততঃ
ঠিকঠাক পথ চিনে নিয়ে
ওর নরোম কোলে ঠাঁই পাক

১,৫৭৩ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “বিলাই-গল্প-২”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    ভাইয়া আপনি শিরোনাম দিচ্ছেন বিলাই, ভেতরে বেড়াল ক্যানো লিখছেন? এটার কি অন্য অর্থ হিসেবে বলছেন নাকি সেরকম কোন ব্যাপার নেই?


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    এটা কোন ফাঁকে বাদ গেল!

    যথারীতি দারুণ। এবং কোমল।
    বিড়াল , বিলাই আমার ক্ষেত্রে কোন সমস্যা করেনি। ঠিকই আছে। :thumbup:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।