একলা আছি, একাই রবো
একা একাই সুখ পোড়াবো।
কেউ হবেনা সঙ্গী যখন
কী লাভ দেখে মিথ্যে স্বপন,
ব্যর্থতাকে সাথী করে চলব আজীবন।
একলা আছি, একাই রবো
একলা রবে মন।
২৪ টি মন্তব্য : “নিঃস্বঙ্গ মস্তিস্ক”
মন্তব্য করুন
একলা আছি, একাই রবো
একা একাই সুখ পোড়াবো।
কেউ হবেনা সঙ্গী যখন
কী লাভ দেখে মিথ্যে স্বপন,
ব্যর্থতাকে সাথী করে চলব আজীবন।
একলা আছি, একাই রবো
একলা রবে মন।
১ম...।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি একবার এই কথা কইছিলাম একজনরে, উত্তরে কইছেঃ আঙ্গুর ফল টক x-( x-( x-(
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বহুত কথা কইছি, কিন্তু আসল কথা বলতে ভুলে গেছি ভাইয়া। কবিতা (অথবা অণু কবিতা) ভালো লেগেছে :thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঠিক ঠিক... :thumbup:
অন্ততঃ যতদিন না আঙ্গুর ফল মিষ্টি হবে... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনি তো খালি মিষ্টি আঙ্গুর ফলই খান, খালি আমরাই ...যাউক গা, আমি তাও চিল্লামু ঃ একলা আছি, একাই রবো
একলা রবে মন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সিনিয়রের নামে অপবাদ... x-(
ফ্রন্ট্রোল দিতে দিতে নায়াগ্রা টাচ্ এন ব্যাক কইরা আয়... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিসিবি :frontroll: :frontroll: :frontroll: :frontroll: নায়াগ্রা 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নায়াগ্রা :frontroll: :frontroll: :frontroll: :frontroll: সিসিবি
আইসা পড়ছি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:clap:
দারুন......... :boss:
খাইছে রে... জোটিল্লিক্সশ :salute: :salute: :salute:
আরে পাবনার পোষ্ট দেখি চারটা হয়ে গেছে 🙂 দোস্ত ভাল লিখছ, একদম খাটি কথা 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
ছুটু ভাই , এই মাত্র ৫ম রান হইল। পাবনাক ক্ষেপাস না কলাম। 😛 😛 😉
হ, এক্ষণই নার্ভাস নাইনটিজ না শুরু হইয়া যায় আবার। :grr: :grr: :grr:
=))
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাব্বি ভাই, ভাব নেন কেন এত? আর আপনি কই মিয়া। খবর নাই।
আঙ্গুর ফল টক -বলে দিসে?
আহারে? :no:
পচা বাগানের আঙ্গুর ফল টকই হয়। :)) :gulti:
দোস্ত
তোমার হাতে কবিতা... পাবনার জীবন শুরু হলো সিসিবি তে মনে হচ্ছ এবার ভালোমত...
কবিতা তে আত্নতুষ্টির চাইতে বঞ্চিতের নিজেকে সান্তনা দেয়ার গন্ধ বেশি পাচ্ছি
যে......
ব্যাপারটা কি বলতো???
=)) =))
বয়স কম তো, টের পায় নাই..................।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ। একলা চলো রে। 🙁 :((
কবিতাটা ভালো লাগছে :clap: :clap:
শার্লী ছুটু ভাই,
ভাব আর কই মারলাম! তোমরা যা সুন্দর সুন্দর লেখা দাও ~x( ~x(
ভাই এইগুলা কিম্নে লিখস??!! :bash: :bash: :bash:
জাকারিয়া......
জটিল হয়েছে। চালিয়ে যাও।পাবনার লেখার সংখা খুব ই কম। আরও আরও লেখা আশা করছি তোমার কাছ থেকে। ভাল থেকো।
রাজীব ভাই আপনি লেখেন না কেন তাহলে??? 😕 :-/ :-/