ছোট্ট চাওয়া

দেহ যদি কালাই করব,
তবে তার বিনিময়?
কত কর্ম আর তার কত ধর্ম,
সবই ঝরাবে কত যে ঘর্ম।
চলবে জীবণ, গড়বে বাড়ি-গাড়ি
ধ্বংস হবে ক্ষন, ক্ষয় হবে নাড়ি।
হয়ত স্বপ্ন ছোট্ট বাড়ি,
ক্ষতি নেই যদি হয় ছোট্ট গাড়ি।
এইতো চলা, এইতো কথা,
সব মিলে জীবণ গাঁথা।।

৭৫৫ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “ছোট্ট চাওয়া”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।