২০০৫ সাল… প্রথম ক্যাডেট কলেজে ক্যাডেট হিসেবে ঢুকেছিলাম। ক্যাডেট হিসেবে বলছি কারণ আমার চাচা ক্যাডেট হওয়ায় এর আগে অনেক বার আমার চাচার Parents day তে গিয়েছিলাম। কাডেট কলেজে যাওয়ার পর ২ বছরের ভেতরে Music, স্পেশালী Band এর প্রতি বেশ আগ্রহী হয়েছি। যখন আমরা ক্লাস নাইনে তখন গীটার শেখা শুরু করলাম… আমাদের কয়েকজনের স্বপ্ন ছিল ICCLMM এ পারফর্ম করব। আমরা সেভাবে আমাদের কাজ চালাতে লাগলাম। এস.এস.সি পরিক্ষার পর ক্লাস ইলেভেন এ আমরা Principal কে Request করে Band Function করতে চাইলাম। আমাদের ভাগ্য যথেষ্ট ভালছিল বলেই হয় তো আমরা সেটা করার সুযোগও পেলাম। এখানে বলে রাখি… আগে কলেজে Class Function ছিল। এখন সেটা আর হয় না।তাই আমাদের স্পেশাল পার্মিশান নিয়ে Function করতে হয়েছে।যা হোক, আমাদের Function টা ছিল ফাটাফাটি। আমাদের নিজেদের মাঝে Combination খুব ভাল ছিল। আমার মনে হয় Band এ কম্বিনেশান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ জন্যই হয়তো Function ভাল হয়েছিল। So, আমাদের কনফিডেন্স অনেক বেড়ে গেল। আমরা তাই ICCLMM এর জন্য গান Select করলাম এবং সেটা তুলতে চেষ্টা করলাম। গত জানুয়ারী মাসের শেষের দিকে আমাদের গানটা পুরোপুরি তোলা হল। আমরা সবাই খুব আগ্রহী ছিলাম। গ্রীষ্মের ছুটি তে এসে D-Rock Star এ Perform করা Band ‘বৃত্ত’র রাফি ভাইয়ের কাছে আমরা সবাই Perfection এর জন্য গেলাম। উনি আমাদের Practice Pad এ Practice এর সুযোগও দিলেন। কিন্তু দুঃখজনক ছুটিতে আসার পর ICCLMM নিয়ে Conference হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেয়া হল, ২০১০ সালে ICCLMM এ Band থাকবে না।
ঘটনাটা জানার পর আমি খুব একটা কষ্ট পাই নি। কারণ এবার ICCLMM এ যাওয়ার ইচ্ছা ছিল না। শুধু Band এর জন্যই যেতে হচ্ছিল। তাই আমি ভালই ছিলাম। কিন্তু পরে বাকি Member দের দিকে তাকিয়ে খুব খারাপ লাগল। সত্যিই খারাপ লাগল।
আমাদের Band এর First Lead Guiterist হাসিব। ওর ফ্যামিলী খুব ইসলামিক Minded এর। তাই ও আমাকে সবসময় বলত, ICCLMM এর পর কখনও গীটার বাজাবে না।খুব খারাপ লাগে যখন মনে হয় হাসিবের শেষবারের মত গীটার বাজানো হল না।
আমাদের Vocal মোহাইমিন। ও English Department এর একটা সম্পদ। ও ICCLM এ কখন যায় নি। কারণ ওর ইচ্ছা ছিল না। ওর ইচ্ছা ছিল একবারই যাবে, সেটা Band এ, ক্লাস টুয়েল্ভে। ওর সে ইচ্ছা পূরণ হল না।
হক, আমাদের Base Guiterist. Band এর সবচেয়ে Serious Member. LMM এ Band থাকবে না শোনার পর ও কোন কথা বলেনি। ২ দিন এতো হতাশ ছিল যে আমার নিজেরই খারাপ লেগেছে।
নওয়াজেশ, আমাদের Drummer. ৫ বছর ICCLMM এ গিয়েছে তব্লায়। নওয়াজেশকে আমার আম্মু এখন তব্লা বলেই ডাকে। ও তব্লা ছেড়ে ১ বছর থেকে Drums শিখছে। খুব অল্প সময়ে খুব ভাল শিখেছে। ওর আফসোস একটাই ছিল। সবসময় বলতো, “আমি কি একবারও Main Event এ Participate করতে পারব না?” অবশেষে Band তার এ আশা পুরণের একমাত্র উপায় হিসাবে দেখা দিল, আবার সেটা চলেও গেল।
কামরুল আমাদের Keyboardist. আমরা সবাই ওকে অনেক Inspire করার পর যখন সে রাজি হল, তখনি Band বাতিল করা হল।
বাকি থাকলাম আমি। Team এর Second Lead Guiterist ও Co-vocal. আমার কোন দুঃখ ছিল না এবং নেই। কিন্তু এখনও বাকিদের দিকে তাকালে একটু খারাপ লাগে। সেটা হয়তো খুব বড় বিষয় নয়।
Band নিয়ে আমাদের মত স্বপ্ন তো শুধু আমরাই দেখি নি। বাকি ১০ টা ক্যাডেট কলেজের Friend রাও দেখেছে। এমন কি আমাদের ১ ব্যাচ, ২ ব্যাচ এবং ৩ ব্যাচ জুনিয়রাও দেখত। কিন্তু তা আর পূরণ হল না। কারণ Band মানে Noise, Band মানে অযথা খরচ (বিভিন্ন কলেজের বিখ্যাত Principal ও Adjutant দের মতে)। তাই তা নিয়ে আমরা যত স্বপ্নই দেখি না কেন, তা বাদ দেয়া হবেই।
আমি সি.সি.বি তে প্রথম ব্লগটাতেই আমদের কয়েকজনের স্বপ্ন ভাঙ্গার কথা লিখলাম বলে দুঃখিত। হয়তো এক দিন ওদের কোন ভাল সময়ে ওদের ভাল কথাটাও লিখব। স্রষ্ঠা যেন সেই সুযগটা আমায় দেন……।
😀
কষ্ট পাইলাম । এদের মাথায় কি ঘিলু নাই নাকি ? আগামীতে মনে হয় না ব্যান্ড ছাড়া অন্য কোনো গান সারভাইভ করবে ।
অ.ট. আমাদের কলেজ দেখি । কোন হাউসে ছিলা ভাই ?
হুম ব্যান্ড তো নাই ই .........তার উপরে ৩ ধরণের পল্লীগীতি আছে । :(( :(( :(( :(( :((
Moontasir Hossain
Rangpur Cadet College (2005-11)
দোস্ত LM তো পুরাই বোরিং হবে। x-( 🙁 x-(
Nahian
ব্যান্ড বাদ দিয়ে খুব ভাল করসে।।...এর জায়গায় উচ্চাঙ্গ সঙ্গীত বারাতে হবে। x-( x-(
🙁
Nahian
ব্যান্ড বাদ দিয়ে দিল?? ইশ এটাই তো সবচেয়ে বেশি মজার!
ফোক বা আধুনিক গান এই ইভেন্ট গুলোকে ব্যান্ড এর আদলে পারফর্ম করার কোনো উপায় বের করা যায় না? রবীন্দ্র বা নজরুল অথবা উচ্চাঙ্গতে তো আর ট্রেডিশনাল ইন্সট্রুমেন্ট ছাড়া ব্যবহার করতে দিবে না। অন্যগুলি তে কিছু হয় কি না দেখো।
কিসুই হবে না ভাইয়া... আমদের গুরু রাফি ভাইয়ের কথাই ঠিক... সারা দুনিয়া আগায় আর আমরা পিছাই। :((
Nahian
মশিউর ভাই আমি খালেদ... ওমর ফারুক হাউসে... 🙂
Nahian
আফসোস করো না, প্রাক্টিস চালিয়ে যাও। 😀
প্রাক্টিস করছি ভাইয়া...। নেক্সট ঈদে রংপুরে আমাদের কন্সার্ট আছে । ইনশাল্লাহ আমরা একদিন উঠে দাড়াব... দোয়া কইরেন ... 😀
Nahian
এইসব কি? ব্যান্ড বাদ?
ব্যান্ড বাদ দিয়ে গল্প বলা ঢুকাবে নাকি...
এইসব কি? ব্যান্ড বাদ?
ব্যান্ড বাদ দিয়ে গল্প বলা ঢুকাবে নাকি... x-(
আমি সবচেয়ে অবাক হয়েছি এই কথা শুনে, কিভাবে সম্ভব?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লেখাটা ভাল লাগল।
ব্যান্ডটা বড় বিষয় নয়। স্বপ্নভঙ্গটাই সবচেয়ে কষ্টের।
চ্যারিটি বিগিনস এট হোম
কষ্ট লাগলো :((
AG, DAAG যে কী পরিমান গাধা IDEA দেখলেই তা বোঝা যায়। :boss:
রক্তিম প্রসাদ প্রাচীরে বন্দি সবুজ মায়া
এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া..