আমি অনেক স্বপ্নবাদী
এখনো তাই, হেসেখেলে বেঁচে থাকার স্বপ্ন দেখি
ভরদুপুরে, সুতো ছেঁড়া
ঘুড়ি হবার স্বপ্ন দেখি। —-
আমি অনেক স্বপ্নবাদী
হঠাৎ একদিন, ছায়া থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখি
মধ্যরাতে, সিগারেট নয়
দীপ জ্বালাবার স্বপ্ন দেখি।—-
আমি অনেক স্বপ্নবাদী
একটা কিছু পাল্টে দেবার স্বপ্ন দেখি
কান্নাগুলো, ঘেন্নাগুলো, জাত-ধর্ম বিভেদগুলো
মাটিচাপা দেবার একটা স্বপ্ন দেখি।—-
আমি অনেক স্বপ্নবাদী
ঘুমের ঘোরে হঠাৎ হঠাৎ তোমায় আমি স্বপ্নে দেখি
দুঃখ ভুলে, প্যাঁচানো সব অঙ্ক ভুলে
মধ্যবিত্ত জীবন ভুলে-
তোমার একটা আঙুল ছোঁবার
ছেলেমানুষী স্বপ্ন দেখি।—-
আমি অনেক স্বপ্নবাদী
এখনো তাই, স্বপ্ন দেখতে
ইচ্ছে করে।
ভালো লাগছে। আমি নিজেও স্বপ্নবাদী মানুষ আর সেই জন্যই বোধ হয় বেঁচে থাকার স্বপ্ন দেখি ।
🙂 🙂 :clap: