স্বপ্নবাদী

আমি অনেক স্বপ্নবাদী
এখনো তাই, হেসেখেলে বেঁচে থাকার স্বপ্ন দেখি
ভরদুপুরে, সুতো ছেঁড়া
ঘুড়ি হবার স্বপ্ন দেখি। —-

আমি অনেক স্বপ্নবাদী
হঠাৎ একদিন, ছায়া থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখি
মধ্যরাতে, সিগারেট নয়
দীপ জ্বালাবার স্বপ্ন দেখি।—-

আমি অনেক স্বপ্নবাদী
একটা কিছু পাল্টে দেবার স্বপ্ন দেখি
কান্নাগুলো, ঘেন্নাগুলো, জাত-ধর্ম বিভেদগুলো
মাটিচাপা দেবার একটা স্বপ্ন দেখি।—-

আমি অনেক স্বপ্নবাদী
ঘুমের ঘোরে হঠাৎ হঠাৎ তোমায় আমি স্বপ্নে দেখি
দুঃখ ভুলে, প্যাঁচানো সব অঙ্ক ভুলে
মধ্যবিত্ত জীবন ভুলে-
তোমার একটা আঙুল ছোঁবার
ছেলেমানুষী স্বপ্ন দেখি।—-

আমি অনেক স্বপ্নবাদী
এখনো তাই, স্বপ্ন দেখতে
ইচ্ছে করে।

৬১৭ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “স্বপ্নবাদী”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।