দেখিস আমি একদিন খুব সুষ্ঠুভাবে মরে যাবো।
গানশট কিংবা কাঁটাতারে ঝুলে নয়-
আমি মরে যাবো খুব শান্তভাবে, নরম বালিশে
লাল-হলুদ-সবুজ সব সিগন্যাল বাতি মেনে।
মৃত্যুর ঠিক তেত্রিশ সেকেন্ডের মাথায়
নারীকন্ঠের বিলাপ, যদিও কণ্ঠ শুনিনি আগে
দ্রুত হাতে চটপট মৃত্যু সনদ
বানান ভুল হবেনা একটাও, দেখিস, কাঁপবেনা একটুও হাত
কাঁধে কাঁধে ঘুরে,
সুবোধ শিশুর মত চারকোণা (গোলাকার নয় !)-
সেকেন্ডহ্যান্ড এক গর্তে নেমে যাবো ফিটফাট।
পুণ্যবান পেশাদারদের দোয়ার বেগড়বাই হবেনা দেখিস-
জান্নাতী আত্মা আমি, ভুল করে যদি স্বর্গে চলে যাই ?
ভয় নেই, জিলিপির ভাগ পাবে সব উটপাখি।
খেয়ালী-বাদামী কাঠের ফ্রেমে-
কবিতা নয়, স্বপ্ন নয়, বেঢপ প্রতিকৃতি এই আমার-
ঝুলবে,আমার মতই সুষ্ঠু সমাপ্তির অপেক্ষায়।
আমার নিয়মতান্ত্রিক মৃত্যুতে দেখে নিস-
শহরের গাধাগুলো খুব করে গলা ছেড়ে কাঁদবে,
বারবার মারা যাই যদি-
বারবার কাঁদবে-
প্রতিবার, একই কম্পাঙ্কে, একই ভাবে, একই কোরাসে
কি সুলভ সহজ সমাপ্তি আমার!
জিলিপি-জান্নাতের লোভে আজকাল এই আমি
তাই খুব লোভী হয়ে উঠেছি।
দেখিস, আমি একদিন খুব সুষ্ঠুভাবে মরে যাবো ।
– ২:০০
বেশ ভালো লাগলো; কেমন একটা পরিচিত ছায়া আছে কবিতাটায়; নিয়মিত তোমার কবিতা পড়বার প্রত্যাশা রইলো। 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অনেক ধন্যবাদ ভাই।
আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।
আরেকটি সুন্দর কবিতা।
শব্দের পরিমিত প্রয়োগ।
ভালো লাগলো অনেক।
কিন্তু কথা সেটা নয়। আমার মনে হয় তুমি আরো অনেক ভালো লিখতে পারবে। এখনো বোধ হয় লড়ে যাচ্ছো ভাবনায় যা আসছে তাকে ভাষায় ঠিকঠাক অনুবাদ করতে, তাই না!
আরো একদশক পরের একটা অভিনব কবি-ভাষায় কথা কয়ে উঠুক তোমার লেখা।
ততদিন মেহনত চালু থাক।
আমার কাছে মনে হয়, চোখজুড়ানো লেখার চেয়ে ঠিকভাবে কবিতার মেসেজটা যদি দিতে পারি...শুধু পড়ে ভালোলাগা না, আমার লেখা পড়ে যদি একটাও মানুষের মনের ভেতরে চিন্তা জাগে-মানবিক যন্ত্রণা হয়... সেদিন বলবো- আমি অন্ততঃ একটা কবিতা ঠিকভাবে লিখতে পেরেছি।
ধন্যবাদ ভাই।
আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।
কড়া কবিতা লিখছস রে।
তুই পোলাডা মাশাল্লাহ ব্যাপক ট্যালেন্ট।। 😀 😀
ধন্যবাদ।
আপনারে আজকাল খুব হিংসা হইতেসে, জানেন? আমার লাইফের কত বড় ফ্যান্টাসী বরফ পড়া দেখা, আর ইউরোপে বরফ পড়ায় ঘরে বসে বসে নাকি বিরক্ত হইতেসেন :((
আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।
শব্দ প্রয়োগ ভালো লেগেছে। কিন্তু ভাই মরে যাওয়া কেন?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ধন্যবাদ আপু
মরে যাওয়া নিয়ে আমার অভিযোগ না, কিন্তু মৃত্যু ব্যাপারটাকেও কেমন একঘেয়ে বানিয়ে ফেলে সবাই...সেই কান্নাকাটি, কিছুদিন পর সব ভুলে যাওয়া, অন্য ধর্মের মানুষ -যত ভালোই হোক, তার প্রাপ্তি জাহান্নাম... দূরের কেউ যদি কয়েকবার মারা যেতো, প্রতিবার আমরা একই ভাবে মাতম করতাম...কোন deviation ছাড়াই। এইসব ভেবে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি।
আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।