আমাদের নীল হাউসে ঝাড়ু নিয়ে কুস্তি চলতো প্রায়শই…সেরকমই এক বিকেলে…ঝাড়ুধারী আজিজের নিচে বসা, আমাদের “বস” জিশান।
যেমনটা ছিলো, তেমনটা আর কখনো হবে না বন্ধু…
কিন্তু মৃত্যুও তোকে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।
তাই বিদায় বলবো না, শুধু ভালো থাকিস…
নাফিজ ৩০ তারিখ যাবার ব্যাপারটি কি ফাইনাল হইসে ?
নাফিজ ৩০ তারিখ যাবার ব্যাপারে কতদূর হলো?