একটি মাত্র ছবি…একটি মাত্র কথা

আমাদের নীল হাউসে ঝাড়ু নিয়ে কুস্তি চলতো প্রায়শই…সেরকমই এক বিকেলে…ঝাড়ুধারী আজিজের নিচে বসা, আমাদের “বস” জিশান।

যেমনটা ছিলো, তেমনটা আর কখনো হবে না বন্ধু…

কিন্তু মৃত্যুও তোকে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

তাই বিদায় বলবো না, শুধু ভালো থাকিস…

৬২১ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “একটি মাত্র ছবি…একটি মাত্র কথা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।