১.
জীবন মানে কষ্ট
রাত পোহালেই পেটের জ্বালায়
মাথার ঘাম পায়ে ঝরায়
অখন্ডনীয় অদৃষ্ট।
২.
জীবন মানে সুখ
অট্টালিকার চার দেয়ালে
রঙ বেরঙের পুষ্প গলে
নেইকো কোনো দুখ।
১.
জীবন মানে কষ্ট
রাত পোহালেই পেটের জ্বালায়
মাথার ঘাম পায়ে ঝরায়
অখন্ডনীয় অদৃষ্ট।
২.
জীবন মানে সুখ
অট্টালিকার চার দেয়ালে
রঙ বেরঙের পুষ্প গলে
নেইকো কোনো দুখ।
আগে কবিতা পড়তাম না। এখন মাঝে মাঝে পড়ি। ভালই লাগে। আপনার এই পার্থক্য করাটা খুব ভাল লাগ্ল। আসলেই অবস্থা এরকম।।
স্বল্প কথায় সুন্দর প্রকাশ :clap:
কবিতায় আসলে অনেক বিশাল কথাকে অনেক শূণ্ডোড় কোড়ে বোলা যায়।
সুন্দর হয়েসে। :clap:
=))
:just: মজা করলাম। মাইন্ড কইরোনা আপু
মাসরুফ ভাই দেখলে :just: কষ্ট পাইবো 😛 😛 ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শহীদ ভাই,
মাইন্ড করিনি। keyboardta আমার মত চলেনা।হিহি...।।
আপনিও শূণ্ডোড় কোড়ে বলসেন। =))
অনেক সুন্দর করে অল্প কথায় পার্থক্যগুলো ধরিয়ে দিয়েছেন ভাই।
দারুণ লাগল।
তোমাদের শূণ্ডোড় শূণ্ডোড় কথা শুনে খুব মজা পেলাম। ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার একটা প্রবলেম হলো আমি সহজে কারো প্রেইজ করতে পারিনা। কিন্তু আপনার বেলায় কোড়টে হচ্ছে কারন আপণী ভালো লিখেছেন। আপনি এই আনুকাব্য চর্চা চালিয়ে যাবেন। আপণার বই দেখতে চাই।