জীবন

১.
জীবন মানে কষ্ট
রাত পোহালেই পেটের জ্বালায়
মাথার ঘাম পায়ে ঝরায়
অখন্ডনীয় অদৃষ্ট।

২.
জীবন মানে সুখ
অট্টালিকার চার দেয়ালে
রঙ বেরঙের পুষ্প গলে
নেইকো কোনো দুখ।

১,০৪২ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “জীবন”

  1. মাসুদুর রহমান (৯৬-০২)

    আমার একটা প্রবলেম হলো আমি সহজে কারো প্রেইজ করতে পারিনা। কিন্তু আপনার বেলায় কোড়টে হচ্ছে কারন আপণী ভালো লিখেছেন। আপনি এই আনুকাব্য চর্চা চালিয়ে যাবেন। আপণার বই দেখতে চাই।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।