আফটার এণ্ড বিফোর এভরি ইভেন্ট জোকস – ৩

নিয়ামত

এ ঘটনা-ও জামিলকে নিয়ে। র-জামিল নয়, ফ-জামিলকে নিয়েই এবং এ কাহিনীতে আরও একজন আছে যার নাম সায়েম।

আমাদের এস.এস.সি পরীক্ষার সময় যেবার ঘোষণা দিয়ে দিল যে অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট যোগ হবে না, তখন তো সবাই খুশিতে আত্নহারা। যাক একটা সাবজেক্ট কম পড়তে হবে। আর এই খুশিতে আত্নহারা হবার বহিঃপ্রকাশ ঘটল মিড-টার্ম বা পাক্ষিক পরীক্ষার খাতায় আর ই.ডি. গ্রাউণ্ডে। কেমনে?

যে দুইজনের কথা বলছি তারা দুইজনেই ছিল কম্পিউটার পার্টি। অর্থাৎ ওদের অপশনাল সাবজেক্ট ছিল কম্পিউটার। যে মিড-টার্ম পরীক্ষার কথা বলছি তাতে একটা প্রশ্ন ছিল অনেকটা এরকম- “উইণ্ডোজ ৯৫ সম্পর্কে যা জান লেখ”।

এ প্রশ্নের জবাবে সায়েমের উত্তরটা ছিল অনেকটা এইরকম-
একদিন জনাব ম্যাকিন্টোশ সাহেব রাস্তা দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে পড়ল বিশাল এক বাড়ি। তিনি মুগ্ধ দৃষ্টিতে বাড়িটির দিকে তাকিয়ে থাকলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন এ বাড়িটাতে সর্বমোট পঁচানব্বইটি জানালা। জনাব ম্যাকিন্টোশ সাহেবের এ আবিষ্কার থেকেই উইণ্ডোজ ৯৫-এর উৎপত্তি…

আর জামিলেরটা? জামিলের উত্তরের ভূমিকাটা ছিল এই রকম-
আল্লাহ তাআলা আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। উইণ্ডোজ ৯৫ তার মধ্যে একটি…

এ পরীক্ষার ঠিক কয়েকদিন পর দেখলাম, কম্পিউটার পার্টির প্রায় মোটামুটি সবাই গেমস টাইমে খাকী পরে দৌড়াদৌড়ি করছে। যাই হোক, কম্পিউটার পার্টি সেবার মিড-টার্ম পরীক্ষার খাতায় যথেষ্ট ‘নির্মল আনন্দ’ দিয়েছিল। তবে সব্বাইকে হারিয়ে সব্বাইকে ছাড়িয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল জনাব ম্যাকিন্টোশ সাহেব এবং নিয়ামত।

১,১০৮ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “আফটার এণ্ড বিফোর এভরি ইভেন্ট জোকস – ৩”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    :)) :)) আমরা এই কাজ করতাম টার্ম এন্ডে সাধারন জ্ঞান পরীক্ষার সময়, ঐটা মোটামোটি যেমন খুশি তেমন উত্তরের পরীক্ষা হয়ে দাড়াতো 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ভালো হৈছে।
    ভাগ্য ভাল যে তোদের ডারউইনের মতবাদ নিয়া কিছু লিখতে দেয় নাই।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  3. আসাদুজ্জামান (১৯৯৬-২০০২)

    একবার লোহার কাজের টার্ম ফাইনাল পরীক্ষায় আমি কি লিখছিলাম আমিই জানিনা। তবে এইটা জানতাম যে আমার হাতের লেখা সুন্দর এবং পরিচ্ছন্ন হতে হবে। তো তাই করলাম। দেয়াল পত্রিকার আদলে সুন্দর ও পরিচ্ছন্ন করে দুই প্যারা লিখলাম। ফলাফল ১০ এ ১০।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।