সূরা যিলযাল
প্রিটেস্ট অথবা টেস্ট পরীক্ষা হবে। ইসলাম শিক্ষা পরীক্ষায় একটা অবজেক্টিভ প্রশ্ন দেয়া হয়েছিল- সূরা যিলযাল কোথায় অবতীর্ণ হয়? অপশনগুলো ছিল- মক্কা, মদীনা, জেদ্দা, কোনটিই নয়। সবার ধারণা ছিল যে সেবার প্রশ্ন একটু কঠিন হবে কারণ স্যারই বলে দিয়েছিলেন যে প্রশ্ন কঠিন করা হবে। যাই হোক, অডিটোরিয়াম থেকে বের হয়ে সবাই যখন উত্তর মিলাতে ব্যস্ত; কেউ বলে দোস্ত এটার আন্সার কি, কেউ বলে দোস্ত ঐটা কি লিখছস, কেঊ বলে উফফ দোস্ত আরেকটু টাইম পাইলে সাব্জেক্টিভে আরও ফাটায় চাপা মারতে পারতাম!
ঠিক সেই সময়ে আমাদের মধ্য থেকে একজন বলল, ‘সূরা যিলযালের আন্সারটা কি দোস্ত?’ কেউ কেউ বলল মক্কা আবার কেউ কেউ বলল না এটার আন্সার মক্কা না, মদীনা। হানড্রেড পার্সেন্ট সিওর, এটাই হবে, কাস্টার্ড বাজি, কোক বাজি ইত্যাদি, ইত্যাদি…
আর তখন প্রশ্নকর্তা বলে উঠল- হায় হায় কি কস! আমি তো এটার আন্সার জেদ্দা দিছি।
তখন সবাই ওর দিকে ঘুরে- এটা তুই কি করলি?
“দোস্ত আমি ভাবছিলাম স্যার এবার প্রশ্ন কঠিন করবো, তাই…”
😀 🙂
:clap: :clap:
=))
চ্যারিটি বিগিনস এট হোম