কাল রাতে ভরা জ্যোৎস্না অন্ধকার করে মেঘ জমলো;
জমাট মেঘ নিমিষেই গড়ে তুললো
এক অস্বস্তিকর অমাবশ্যা।
চাঁদ কি মুখ লুকোল না ডুবে গেল?
নীলা –
কাল রাতে আমি কি একাই বৃষ্টিতে ভিজেছি?
তুমি কি বুকের উত্তাপে তোমার চুল শুকাওনি?
এখনতো তুমি এত দূরে নও নীলা:
রাতের বৃষ্টিতেতে আমি একাই ভিজবো
আর তুমি বিদেশ বিভূইয়ে
সাদা রোদ্দুরে চুল খুলে হাসবে;
একবার ছোট্ট একটা নি:শ্বাস ফেলে বলবে
“উমম হুহ,
আমি তোমার কথা ভাবছিনা কিন্তু,
এখন আমার মনে পড়ো না একদম”।।
নীলা –
অনেক দূরে এমন একাকী কালো রাতে
আমি আর একা ভিজবো না।
তোমার বুকের উত্তাপে আমিও চুল শুকোবো।
বাহ , বেশ সুন্দর হয়েছে ভাই।
ধন্যবাদ ছোট ভাই। পুরনো লেখা, অনেক পুরনো। সেই সময়ের যখন লাইব্রেরিতে বসে বিভিন্ন বই থেকে নোট হাতে লিখতে হতো।