সাতাশ বছর আগে – পাঁচ

যে জল ঝরার শব্দে
নির্জনতার ঘুম আরো গাঢ় হয়;
সেই চোখ দুটো আমি তোমার সামনে রাখছি
তুমি কি দু পায় মাড়িয়ে যাবে, নীলা?

ঘুম যখন তন্দ্রায় এসে নামে
আমি তোমাকে হাতের নাগালে পাই নীলা;
কতবার ছুয়েঁ দেখতে চেয়েছি তোমার চুল
চুলের ভেতর হাত চালিয়ে ঝর্ণা বানিয়েছি;
নীলা, আমার হাতের নাগালে নয়,
তোমাকে নি:শ্বাসের মাঝে চেয়েছি।

তন্দ্রা যখন টুটে যায়
নিশ্বাস কোথায়, হাতের নাগাল কোথায়
দৃষ্টিতেই তোমায় পাইনা, নীলা
শুধু জেগে থাক আমার স্বপ্নের অলিগলিতে।

এমন একা ফেলে যাবার কোন মানে নেই
সব কিছু সাথে নিয়ে একা কেন ফেলে গেলে?
অন্তত আমার স্বপ্নতো সাথে নিয়ে যেতে, নীলা!
কেন রাতবিরাতে স্বপ্ন আমায় তাড়া করে ফেরে
পালাতে তো চাই পারছি কোথায়?
নীলা, আমি নুতন কোন স্বপ্ন দেখতে চাই।

৫,০০১ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।