স্মৃতিগুলো (পার্ট-১)

ক্লাস ১২ এ থাকাকালীন সময়ে কলেজে পাওয়া অ্যাডজুটান্ট স্যার খুবই রসিক মানুষ ছিলেন। ICCVBM এর প্র্যাকটিসে স্যার অভিনব পানিসমেন্টের ব্যবস্থা করলেন। কিভাবে মিস করেছো দেখাও। এর মাঝে সবচেয়ে কঠিন পানিসমেন্ট ছিল বল রিং এর চারপাশে ঘুরে বাহিরে পড়ার মিসটা দেখানো। দেখা যেতো ৩০ বার ট্রাই করা হয়ে গেছে কিন্তু কোনভাবেই একটা বল রিং_য়ের চারপাশে ঘুরে বাহিরে পড়তো না।
আদেশ অব্যাহত থাকতো। যতক্ষণ না মিসটা দেখানো যাচ্ছে, ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে।  

অ্যাডজুটান্ট স্যার প্রিন্সিপাল ইনেস্পেকসনে রুমে ঢুকলেন।
স্যারঃ ক্যাডেট তোমার রুমাল দেখাও।
ক্যাডেট লকারের ভিতর থেকে রুমাল বের করে দেখালো।
স্যারঃ লকারের ভিতর থেকে না। তোমার পকেটে যেটা আছে সেটা দেখাও।
ক্যাডেট পকেটে হাত দিলো। হাত বের করার পর রুমালের পরিবর্তে টিস্যু বের হলো।
স্যারঃ ইডিয়েট!!! তুমি গার্লস ক্যাডেট নাকি??? রুমালের পরিবর্তে টিস্যু ইউজ করো ?? ওকে!!
____“ফর হাভিং টিস্যু____
____ টু ইডি ইস্যু ”______

কোন একটা ফল্টের জন্য অ্যাডজুটান্ট স্যার ক্লাস ১২ এর সবাইকে ফল ইন করিয়েছেন।
স্যারঃ ক্লাস ১২ হয়ে গেছো বলে মার্চ করবে না, এইটা তো হবে না। আর আমি এটা কোন ভাবেই মেনে নিবো না। কারণ “অন্যায় যে করে আর অন্যায় যে সহে”……(এর পরের লাইন স্যারের মনে পড়ছে না)। খালেক (স্টাফ) এর পরের লাইন কি হবে??
স্টাফ অনেকক্ষণ মাথা চুলকে উত্তর দিলোঃ“স্যার!!! সেইজন সেবিছে ঈশ্বর!!!  ”
স্যারঃ  খালেক। এইটা তুমি কি বললে??? তোমার তো ইডি হওয়া দরকার!!!

৫,৬৬২ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।