বৃক্ষ যে পরিযায়ী পাখি নই।
মোহাম্মদ ওবায়েদুল্লাহ খান ওয়াহেদী।
আমি তো পরিযায়ী পাখি নই
উড়ে যাবো উষ্ণতার খোঁজে শীতে
ঠাই দাড়িয়ে আজো হেথায়
শিকড় গেড়েছি জন্মে যে মাটিতে।
ঝড় উঠে বৃষ্টি ঝরে মুষল ধারায়
বিজলী চমকায় বিদারি গগন ধমকে,
ডাল পালা ভেঙে পড়ে বেদনায়
পায়ের তলের মাটি ধ্বসে যায় পলকে,
কোথায় যাবো বলো বৃক্ষ যে!
পত্র পল্লব মেলেছি শাখা ভরে আদরে,
পাখিরা আসে বসে বাসা বাঁধে
ক্লান্ত পথিকেরা জিরায় ছায়ার চাদরে।
কেহ কাটে শাখা কোপে কুঠারে
কেহ কুড়ায় ঝরাপাতা উনুনে পোড়াতে,
কেহ তুলে ছাল গায়ে লিখে নাম
কেহ চায় সকলি চিনুক কেহ অমর হতে।
পাখিরা উড়ে বেড়ায় ঘুরে খায়
পাখনা মেলে হাওয়াই আকাশের নিলীমায় ,
আমি যে বৃক্ষ এক দাঁড়িয়ে ঠাঁয়
সমুদ্র পাহাড় জলপ্রপাত দেখবো কোথায়?
আজন্ম দাঁড়িয়ে এক উন্নত শিরে
বাতাসে দোলায় দেহ ভিজি ভারী বর্ষনে
সুন্দর সজ্জিত পৃথিবীর সংসারে
পোড়াবে জানি একদিন কোন প্রয়োজনে।
ঢাকা। ০৭/১২/২০২১