তোমার জন্য কান্দি।

তোমার জন্য কান্দি
মুহাম্মদ ওবায়েদুল্লাহ

তোমার জনে্য কান্দি আমি তুমি ধরিলে গো কার হাত
তোমার জনে্য বিবাগী আমি তুমি কার সনে কাটাও রাত,
বল সখি কি হবে আর রাখিয়া এ প্রান ।

আমি যে ভাসালেম নাও উজান গাঙের সো্রতে তুমি কোথা গেলে
নদী কুলে কি গো হবে দেখা প্রিয়ে রাখিব এ দেহ তোমার কোলে,
বলি সখি সে আশায় মোর জীবন করিব দান।

আমি জাগি নিশি রাত আধারে পেঁচা কাঁদে গো আমার শোকে
তুমি ঘুমে অকাতর বাহূডোরে কে তোমার আমারে কেইবা ডাকে,
বিরহে মরমর অবুঝ মনরে কেমনে বোঝাই ।

তোমার জন্য হন্যে বন্ধুরে পাগল হয়ে পথে পথে শুধু খুঁজে ফিরি
দেখা হলে সজনী চিনিও গো মোরে সোহাগে কথা কব যে তোমারি,
এজনমে হলো না পাওয়া ওপারে যেন গো পাই।

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।