কুহক কায়িক
আবছায়া বিধৃত
চারণ,
মন্থিত ফেনিলে
সপর্ ছোবল
হনন।
গলিত দলিত
রিপু ঋতু
রমন,
উত্থিত প্রত্যয়ে
বূহ্য ভেদী
গমন।
যমুনা সন্তরন
ভ্রুন সদল
বপন,
কষর্িত ভুমে
কদর্মাক্ত প্রান
নি:সরন।
প্রণব প্রণয়
শ্রাবন সিক্ত
সিনান,
জনম জীবন
নিয়ত প্রসব
ক্ষরণ।
চয়ন চপল
অক্ষি মদির
স্বপন,
প্রবাহ প্রবল
নদীর কল্লোল
প্রসবন।
৬ টি মন্তব্য : “যৌবন”
মন্তব্য করুন
কুহক কায়িক
যমুনা সন্তরণ
পড়লাম।
কবিতা পড়তে ভালই লাগে।
কেন যেন সঠিক মন্তব্য করতে পারি না।
নিজেকে তখন খুব নির্বোধ মনে হয়।
চ্যারিটি বিগিনস এট হোম
কবিতা বুঝি না বুঝি, যৌবন পড়তে ভালো লেগেছে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
খাইছে! 😕
আমাদের মতন গরীব পার্টির জন্য অনেক কঠিন হয়ে গেছে! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কুহক ছোবল দিয়ে শুরু, প্রসব আর প্রসবন দিয়ে শেষ।
যৌবনের ছবির একটা সিরিজ।
:clap: :clap:
ইয়ে মানে কেউ যদি একটু সহজ করে বলে দিতেন 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷