মা

পড়বে মনে এতটাই
কখনো বুঝিনি,

কত বিস্তৃত হলে দিগন্ত
আগলে রাখে ধরনিকে বাহুমেলে,
কত গভীর হলে জলধি
বেধে রাখে এত জল বক্ষতলে,
কে বোঝে?

ঐ যে উচিয়ে খোলা আকাশ
ছুয়েছে মাটি ঘাস নীলে,
ঐ যে নিভে রবি ডোবে অস্তাচলে
গোধূলির হলুদাভ লালে
কিছুই সত্য নয় ।

যা দেখি সত্যি সবই
তোমাকে দেখেছি বলে
মনে পড়ে এতটাই।

৮৮৭ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “মা”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    শিরোনামটা কবিতার কোথাও উল্লেখ নেই, তবু পুরো কবিতা জুড়ে তার ব্যাপ্তি। অনুভূতি ও আবেগ কতটা সুগভীর হলে অলখে থেকেও এভাবে একটা কবিতাকে বুকে ধরে রাখা যায়!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।