ক্রিকেট, লোডশেডিং এবং এইচ এস সি

আবার দেখি এইচ. এস. সি. শুরু হয়ে গেল ! ক্রিকেট ( আইপিএল) , এইচ. এস. সি. আর লোডশেডিং – নাহ, ২০০৭ এর কথা মনে পড়ে যাচ্ছে। 🙂

পরীক্ষার মাঝের দিন গুলোর সকাল গুলো বেশ কাজে লাগতো আমাদের। ব্রেকফাস্ট এর পর পরই আমরা শচীন, আফ্রিদী, মালিংগারা বল ব্যাট হাতে কমন রুম এর দিকে ছুট দিতাম । কিছুদিন বিক্ষিপ্ত ভাবে ম্যাচ খেলার পর ক্রিকেট বোদ্ধারা ভাবলাম, কলেজ জীবনের শেষ টুর্নামেন্ট টা হয়েই যাক। যেমন ভাবা তেমন ই কাজ। জার্সি তৈরি হয়ে গেল, টিম ও রেডি . সে সময় ইংল্যান্ড এর কোনো এক খেলোয়ার কে knighthood দেয়া হয়েছিল. সেই ঘটনায় উত্সাহ পেয়ে আমরা ঠিক করলাম এবার এর টুর্নামেন্ট এর শ্রেষ্ঠ পারফরমার কে SIR উপাধি দেয়া হবে . আমাদের ফজল এর আবার এসব নিয়ম বানানোর ব্যাপারে ছিল প্রবল আগ্রহ. তার মতে, যদি শ্রেষ্ঠ পারফরমার কে SIR উপাধি দেয়া হয়, তাহলে সবচেয়ে খারাপ পারফরমার কে কেন ম্যাডাম ডাকা হবে না? 😛 যৌক্তিক প্রস্তাব. আমরাও না মেনে পারলাম না. যাই হোক, একটা শুভ দিন দেখে, এতসব চমত্কার নিয়ম এ ভরপুর টুর্নামেন্ট যেই শুরু করতে যাব, অমনি পাশে থেকে একটি পরিচিত সুর ভেসে আসল , ” লে লে লে লে লে লে ..” ফিরে দেখি প্রিয়(!) হাউস মাস্টার ইসরাইল হক . আমাদের এত আনন্দ ওনার একেবারেই পছন্দ হলো না, ফলাফল খেলা বন্ধ, জার্সি সিজ , কমন রুম এ তালা, যার যার রুম এ প্রস্থান . 😡

স্যার চলে যাবার পর বিক্ষুব্ধ মনে আমরা নিজেদের ঘরে বসে মৃত ভাই এর মাংস ভক্ষণ করছি, তখন শুনলাম কাচ ভাঙ্গার শব্দ. উৎসের সন্ধানে দৌড়ে যেতে হলো কমন রুম এর সামনে . আমাদের কমন রুম এর দরজাটি তে লোহার ফ্রেমের ফাকে ফাকে কাঁচের খোপের মত ছিল.গিয়ে দেখলাম আমাদের ডানপিটে তরুণ বন্ধু হোসেন :gulli2: ব্যাট এর আঘাতে তাদের ই একটি খোপ কে কাচ শূন্য করে ফেলেছে. আর যায় কোথায়. ওই ফাক গলে একে একে সবাই ভিতরে ঢুকে পড়লাম. বাইরে একটা গার্ড রেখে ভিতরে শুরু হয়ে গেল টুর্নামেন্ট. খেলা শুরুর আগেই এত মনোমুগ্ধকর ব্যাটিং এর জন্য হোসেন কে তখন ই SIR উপাধি দিয়ে দিব কিনা ভাবছি, তখন হোসেন একটা “ডাক” মেরে আমাদের কে সিদ্ধান্ত তা তখনকার জন্য মুলতবি রাখতে বাধ্য করলো. 😐

এরপর আর কেউ খেলায় বাধা দিতে পারেনি. ইসরাইল হক স্যার যদিও ভাঙ্গা কাচ কে আমাদের মত ভালো চোখে দেখে নি, তবু সেটা আমাদের টুর্নামেন্ট এর পথে বাধা হয়ে দাড়ায়নি. :thumbup:

আর টুর্নামেন্ট এর আকর্ষনীয় যে দুটো উপাধি ছিল, sir এবং madam – আহমেদ সেরা পারফরমার দেখিয়ে sir নির্বাচিত হয়েছিল . আর madam ? কিছু ব্যাপার মনে হয় গোপন রাখাই ভালো 🙂

Sir Ahmed

৩২ টি মন্তব্য : “ক্রিকেট, লোডশেডিং এবং এইচ এস সি”

  1. আছিব (২০০০-২০০৬)

    ভালো লিখছিস ,কয়টা সক্সের বল আর টেবিলের পাঁদানি যে জামশেদ স্যার সিজ করছিল লাস্ট একমাসে ~x( ~x(
    অফটপিকঃ আজরাইল হক স্যার তগো হাউস মাস্টার ছিল!! 😮 হেয় ত ক্রিকেটের ব্যাপক পাঙ্খা, ;)) তরা একটু পাম দিলে নিজেই ব্যাটিং এ নেমে যাইত,কিন্তু ভয়ংকর মানুষ 😕

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    কিন্তু,ক্রিকেট ই তো দেখতেছি,এইচ.এস.সি -লোডশেডিং এসব কই? x-(
    আর পেরথম ব্লগ লিখলে ১০টা গড়াগড়ি দিতে হয়,সিনিয়র হিসেবে আমিই পার্টটা নিয়া নেই।ওই শুরু কর 😡

    জবাব দিন
    • কিবরিয়া (২০০৩-২০০৯)

      হ ভাই, জুনিয়র হিসেবে আমরা চ্যাইয়্যা চ্যাইয়্যা দেখি... :grr: :grr:
      কেম্নে যেন দেয়, সেদিন না কারে দেখায় দিলেন, আজকে দেখাইলেন না কেন??? 😛 😛
      পিন্টু ভাই, এত অল্প বয়সে বিড়ি ধরছেন?? :hatsoff:


      যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
      জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
      - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

      জবাব দিন
    • মোফরাদ ( ২০০১-০৭)

      ফ্রন্ট রোল দিয়েই শুরু করি.
      :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
      :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
      এইচ. এস. সি. লোডশেডিং আসছে. বাঙ্গালোরের খেলা মিস করতে পারলাম না তাই লেখার কিছু অংশ মিস হয়ে গেল 🙂 (সম্পাদিত)

      জবাব দিন
    • কিবরিয়া (২০০৩-২০০৯)

      কারন মাস্ফ্যু ভাই ব্যস্ত, তার আত্নীয়-স্বজন আসছেতো, সালমা হায়েক আন্টি, আঞ্জেলিনা জোলি আপা, বিপাশা বশু আপু আরো কতো কে। তাইতো অনলাইন থাইকাও সে :just: বিজি।


      যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
      জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
      - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

      জবাব দিন
  3. আহমদ (৮৮-৯৪)

    আহারে আমার হাউজ ক্রিকেট। সব কলেজেই এই একটা জিনিস ধুমসে চলে। আর সব কলেজেই হাউজ মাষ্টার স্যারেরা এইটারে ভাল নজরে দেখে না। কিন্তু তারপরেও সবখানেই পোলাপাইনগুলা ঠিকই ম্যানাজ কইরা খেলতে থাকে।


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  4. ইসরাইল হক স্যার? ওহ.... x-( x-( x-(

    ক্রিকেট খেলা নিয়া বহুত গিয়ানজাম এমসিসিতে।
    লোডশেডিং নিয়া কিছু লেখলি না তো...
    ভাল হইছে। আরেকটু বড় কইরা লেখ। আর সিসিবিতে আগমন উপলক্ষ্যে প্রিন্সিপাল স্যারের সম্মানে দশটা :frontroll: লাগা, কুইক।

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    আয় হায় !!!!!
    মোফরাদ !!!!
    আমি কি স্বপ্ন দেখতাছি !!!!!!!!!!
    সুস্বাগতম বন্ধু!!!! :hug:
    প্রথম পোষ্ট উপলক্ষে উপ্রে তোরে কি জানি দিতে কইছে। ১০টা দিয়া দিস।
    দোস্ত আছিস কেমন?
    আরিফের মতো তুইও ছক্কা মারা শুরু কর ব্যাটা। 😀 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।