ক্যাডেট কলেজ ব্লগমো. তারিক মাহমুদ (২০০১-০৭)কলেজে পাওয়া প্রথম চিঠি… … কলেজে পাওয়া প্রথম চিঠি… … লেখক: মো. তারিক মাহমুদ (২০০১-০৭) বিভাগ: বরিশাল, স্মৃতিকথা অক্টো. ১১, ২০০৮ @ ৮:২০ অপরাহ্ন ২৬ টি মন্তব্য ক্যাডেট কলেজে join করেছিলাম ২০০১ এর ১২মে। আর বাবা-মায়ের লেখা একটা চিঠি পেয়েছিলাম সম্ভবত ১৮ মে। মাঝে মাঝে চিঠিগুলো দেখতে ভালই লাগে…
সায়েদ (১৯৯২-১৯৯৮) অক্টো. ১২, ২০০৮ @ ১২:১৫ পূর্বাহ্ন তারিক, ভালো লাগল। আফসোস :(( হচ্ছে সেই সময়ের কোন চিঠি জমানো নেই বলে। Life is Mad. জবাব দিন
মাসরুফ (১৯৯৭-২০০৩) অক্টো. ১২, ২০০৮ @ ১:১৯ পূর্বাহ্ন তারিক ভাই, সবার চিঠি এ কি হুবহু একই হয়? আমাকেও ঠিক একই চিঠি লিখেছিলো আম্মু,মনে হচ্ছে সেটাই পড়ছি! অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে! জবাব দিন
মো. তারিক মাহমুদ (২০০১-০৭) অক্টো. ১২, ২০০৮ @ ১২:৫২ অপরাহ্ন সবার িচিঠ একই হয়- There is no doubt; bcos the feelings of all the mothers are 100% same... জবাব দিন
বন্য (৯৯-০৫) অক্টো. ১২, ২০০৮ @ ৩:৩৫ পূর্বাহ্ন কলেজ থেকে বাসায় লিখা আমার লাষ্ট চিঠি, মা, আমি ভাল আছি।দোয়া করবা। ফুয়াদ। ছোট একটা প্যাডে লিখসিলাম,ভাজও করা লাগে নাই। :grr: স্যার দেইখা বলসিল,এইটা কি টেলিগ্রাম করতে হবে?? :bash: জবাব দিন
অক্টো. ১২, ২০০৮ @ ১০:৪২ পূর্বাহ্ন বাবা মার লেখা সব চিঠি জমিয়ে রেখেছিলাম, ৬ বছরের চিঠি, বিশাল একটা পেটমোটা ফাইল হয়ে গিয়েছিল। বাবা মা কেউ আর বেচে নেই। চিঠি গুলো আছে। জবাব দিন
কামরুলতপু (৯৬-০২) অক্টো. ১২, ২০০৮ @ ১২:৪৭ অপরাহ্ন আমার এই লেখা একেবারেই নতুন লাগেনাই। মনে হচ্ছিল নিজের চিঠির ফাইলটা পড়ছি। আব্বুর লেখা চিঠি গুলা জমানো আছে। খুঁজে বের করা লাগে। জবাব দিন
সিরাজ (৯৪-০০) অক্টো. ১৩, ২০০৮ @ ২:৪৩ পূর্বাহ্ন বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল-৮২১৬ sorry i don,t have bangla in this pc.why don,t u write this blog in CCB?all of us are missing from u brilliant writting. জবাব দিন
আহ্সান (৮৮-৯৪) অক্টো. ১৫, ২০০৮ @ ১২:২২ পূর্বাহ্ন ভালো লেগেছে...। আমার চিঠিটাও হুবুহু একই রকম ছিলো। থ্যাঙ্কস ফর শেয়ারিং...। জবাব দিন
আদনান (১৯৯৭-২০০৩) আগস্ট ১৭, ২০১০ @ ২:৫৯ পূর্বাহ্ন আমার চিঠিটা অবশ্য ইংলিশে ছিল। আমার বাবা আবার আমার কলেজ ভাই কি না!! 😛 জবাব দিন
শোভন (২০০১-২০০৭) ডিসে. ১০, ২০১০ @ ২:৫৪ অপরাহ্ন কলেজ কালচারাল প্রিফেক্ট.........১১৮২ ভাল ছিল... হাউস কালচারাল প্রিফেক্ট..শে.বা.হা.....বিসিসি...২৪ত ব্যাচ :salute: :tuski: :hatsoff: ::salute:: জবাব দিন
:dreamy: :dreamy: :dreamy:
x-(
১২মে আমাদেরও জয়েনিং এনিভার্সারি। :hug: :hug:
:clap:
চমৎকার।
সংসারে প্রবল বৈরাগ্য!
:))
আব্বুর কি অবস্থা এখন? 😉
:duel:
:gulli: :gulli: :)) :))
আব্বু বড় হইয়া েগেছ...
:))
তারিক,
ভালো লাগল। আফসোস :(( হচ্ছে সেই সময়ের কোন চিঠি জমানো নেই বলে।
Life is Mad.
মেন কেরন, এইটাই আপনার িচিঠ...
তারিক ভাই, সবার চিঠি এ কি হুবহু একই হয়? আমাকেও ঠিক একই চিঠি লিখেছিলো আম্মু,মনে হচ্ছে সেটাই পড়ছি!
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে!
:clap: :clap: :clap:
সবার িচিঠ একই হয়- There is no doubt; bcos the feelings of all the mothers are 100% same...
কলেজ থেকে বাসায় লিখা আমার লাষ্ট চিঠি,
মা,
আমি ভাল আছি।দোয়া করবা।
ফুয়াদ।
ছোট একটা প্যাডে লিখসিলাম,ভাজও করা লাগে নাই। :grr:
স্যার দেইখা বলসিল,এইটা কি টেলিগ্রাম করতে হবে?? :bash:
:)) :)) :)) :)) =)) =)) =)) :)) :)) :))
বাবা মার লেখা সব চিঠি জমিয়ে রেখেছিলাম, ৬ বছরের চিঠি, বিশাল একটা পেটমোটা ফাইল হয়ে গিয়েছিল।
বাবা মা কেউ আর বেচে নেই। চিঠি গুলো আছে।
আমার এই লেখা একেবারেই নতুন লাগেনাই। মনে হচ্ছিল নিজের চিঠির ফাইলটা পড়ছি। আব্বুর লেখা চিঠি গুলা জমানো আছে। খুঁজে বের করা লাগে।
🙂
বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল-৮২১৬
sorry i don,t have bangla in this pc.why don,t u write this blog in CCB?all of us are missing from u brilliant writting.
আচ্ছা ভাই, িদেয় িদব...
ভালো লেগেছে...। আমার চিঠিটাও হুবুহু একই রকম ছিলো।
থ্যাঙ্কস ফর শেয়ারিং...।
আমার চিঠিটা অবশ্য ইংলিশে ছিল। আমার বাবা আবার আমার কলেজ ভাই কি না!! 😛
কলেজ কালচারাল প্রিফেক্ট.........১১৮২ ভাল ছিল...
হাউস কালচারাল প্রিফেক্ট..শে.বা.হা.....বিসিসি...২৪ত ব্যাচ
:salute: :tuski: :hatsoff: ::salute::