ঘটনাপঞ্জি ২

ক্লাস সেভেনের এক্কেবারে প্রথমদিককার ঘটনা। একজন স্টাফ ছিলেন। নাম তার খোরশেদ। একেবারে প্রথমদিনে তাকে গিয়ে স্যার বলেছিলাম। এবং তিনি বহুত মাইন্ড খাইছিলেন। জীবনে প্রথম দেখসিলাম যে কাউরে স্যার কইলে মাইন্ড খায়। ভাবলাম ও মোর খোদা, কই আইলাম?? যাক গে সে কথা, আসি আসল ঘটনায়। তিনি ছিলেন আমাদের সাবধান স্টাফ। মানে তিনি আমাদের সাবধান হওয়া ছাড়া আর কিছুই শেখান নি। প্রথম দিনে তিনি এসে বলছেন, “শোনেন, ড্রিল হইতেসে বীজগনিতের মত। সাবধান হইবেন, আর মনে লইবেন, এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলস্কয়ার।” আমি তার এরকম অদ্ভুত সূত্র শুইনা কিছু টাস্কি খাইছিলাম বটে। তো তিনি একদিন বলছেন, “আফনাদের ‘নবিনছেস ফ্রেড’ হইবে পরের টার্মের পরের টার্মে, আফনারা তো এখনো কিছুই ফারেন না, শিখবেন কবে?” তার উত্তরে জনৈক ক্যাডেট, “স্টাফ, নভিসেস প্যারেড কি নবিনছেস ফ্রেড এর আগে হবে না পরে হবে?”

জনৈক স্যারের ক্লাসে জনৈক ক্যাডেট মনের আনন্দে হোক আর যাই হোক, গান গাইতেসিলো। ধুম মাচালে………… স্যার তো রেগে খাপ্পা। ক্যাডেটটার কলার ধরে সেই মাইর।

আমাকে ধুম মাচালে বলে টিজ করছিলি? মনে করেছিস আমি কিছু বুঝি না? তুই বেড়াল হয়ে যা। আমি ধুম মাচালে দেখে নেব। উল্লেখ্যঃ স্যার কথায় কথায় ক্যাডেটদের অভিশাপ দিতেন, বেড়াল হয়ে যা, উল্লুক হয়ে যা ইত্যাদি ইত্যাদি।

ক্লাস সেভেনের দুই ক্যাডেটের ঝগড়া। (ঝগড়ার বিষয়বস্তু সত্য, নামগুলা টিজ নাম)

বান্দরঃ অই, তোরে কিন্তু একটান দিয়ে ছিঁড়া ফালামু।

তবলাঃ একটা লাত্থি মারব, দেখবি গইলা পানি হয়া গেছে গা। 😀 😀

বান্দরঃ আমারে মারবি মানে? দোষ তোর, আমারে মারবি?

তবলাঃ তুই মনে হয় আমার মেটাল পালিশ নিস না?

বান্দরঃ তাই বলে তুই আমারে না কইয়া আমার লকার থাইকা এতগুলা সাদা সূতা নিবি?

=))   =))

৮০৮ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “ঘটনাপঞ্জি ২”

  1. আহমদ (৮৮-৯৪)
    নভিসেস প্যারেড কি নবিনছেস ফ্রেড এর আগে হবে না পরে হবে?
    তাই বলে তুই আমারে না কইয়া আমার লকার থাইকা এতগুলা সাদা সূতা নিবি?

    =)) =))


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  2. ফেরদৌস জামান রিফাত (ঝকক/২০০৪-২০১০)

    স্টাফ, নভিসেস প্যারেড কি নবিনছেস ফ্রেড এর আগে হবে না পরে হবে?
    :khekz: :khekz: :khekz:


    যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।