মৌ,
জন্মান্তরে সাহসী হবো।
এ জন্মে-
পরাজিত সৈনিকের মতো
মাথা নিচু করে ফিরেছি আমি।
জন্মান্তরে এমন হবে না।
জন্মান্তরে সাহসী হবো।
তোমার হাতে হাত
চোখে চোখ রেখে –
হৃদয়ের সব কথা বলবো।
তুমি তৈরি থেকো।
নিসঙ্গ প্রহরে মনে হয়
পূর্বজন্মেও আমাদের দেখা হয়েছিলো।
সেবারও ফিরেছি আমি
শূন্য হ্রদয়ে ।
মৌ,
জন্ম থেকে জন্মান্তরে দেখা দিবো আমি—
তুমি কতবার ফেরাবে আমাকে?
সহস্র জন্মের কোন এক জন্মে
ডেকে নিও আমাকে।
[Written in 1993]
🙂 🙂 🙂 🙂 🙂 🙂
সিসিবির আসরে সুস্বাগতম, মাঝহার! আমাদের আসরে তোমার লেখালেখি অব্যাহত থাকুক!
Thanks apa.
🙂 🙂 🙂 🙂 🙂 🙂
মাঝহার, আমাকে আপনি আজ্ঞে করবার কিছু নেই, বন্ধু। সময়ের হিসেবে আমি তোমার সহপাঠী। সিসিবিতে সহপাঠীদের কাওকে পাওয়া রীতিমত ভাগ্যের ব্যাপার। এখানে কেবল পারভেজ ভাইয়া আর তাঁর সহপাঠী বন্ধুরা তুমুল প্রতাপে রাজত্ব করেন। তুমি এসে আমাদের দলটি ভারী করো।
তোমার আরো অনেক লেখা পড়বার অপেক্ষায় রইলাম।
নূতন তো তাই বুঝতে পারিনি। গত ২৪ বছর কিছু লিখিনি 🙂 যা আছে সব
পুরানো। দেখি পরে সময় করে পোস্ট করব। ভাল থেকো!
সিসিবিতে সুস্বাগতম!
জন্মান্তরে সাহসী হবার ৯৩ সালের সেই বাসনাটা জীবদ্দশাতেই পূর্ণ হোক!
আরে মাঝহার ভাই যে! আপনার এইদিকটা অজানা ছিল। :clap:
স্বাগতম!