দেশ আসলেই এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে আমার কিঞ্চিৎ পোস্ট কাউন্ট বাড়ানোর চেস্টা (অন্য ভাষায় আজাইরা পোস্ট)।
নিচের সংখ্যাগুলো দেখে মনটা কেমন যেন ভালো হয়ে গেল। সব পোলাপাইনের দেশ বিদেশে ইফতারের সমাহার দেইখা খারাপ মন ভালো করার কিঞ্চিৎ প্রয়াস। আসলেই, দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালই লাগে। নাহ্, এইবার একখান গাজী ট্যাংক কিনাই লাগে।
•সিসিবি প্যারেড স্টেট
সর্বমোট সদস্য: ১,১০০
সর্বমোট পোস্ট: ২,৭২৭
সর্বমোট মন্তব্য: ১০৪,৯০৮
নাহ্, বেশি ফাকিবাজী পোস্ট হয়া যাইতাছে। কয়েক পিস ছবি দিলাম (মতান্তরে আরেক ফাকিবাজী)।
১.১। অরেগন কোস্টে গিয়েছিলাম কয়েকদিন আগে। হাইওয়ে ১০১ ধরে প্যাসিফিকের পারে।
১.২। আরেক পিস।
২। মাউন্ট বেকার
৩.১। মাউন্ট রেইনিয়ার। একপিস অ্যাক্টিভ ভলকানো। বাড়ির পাশেই, বেশি দূরে না। মাত্র ৬০ মাইল। যেকোন সময় এই পিস্ উগরাইতে পারে।
৩.২। মাউন্ট রেইনিয়ারের আরেক সাইড। সেদিন মেঘের যন্ত্রনায় দেখা একটু মুস্কিল ছিল।
🙂 🙂
:clap: :clap: :clap:
🙂
* ১ম আর শেষ ছবি দুইটা খুব ভালো লাগল।
* মেঘ ছুঁয়ে দেখতে খুব ইচ্ছা করে!
* আগ্নেয়গিরির এত কাছে থাকেন, ভয় লাগে না?
* আমাদের মত বাচ্চা-কাচ্চাদের জন্য আপনার লেখা সিরিজটা মিস করছি। 😀
* কেমন আছেন ভাইয়া? ভাবী ভালো আছে?
রুবাবা'র এত কাছে থাকস, ভয় লাগে না? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😀 😀
তাইফুর ভাই, রুবাবা আপা তো এখন আর আমাগো কোম্পানিতে নাই। এজন্য এখন ভয়ও লাগে না। 😀
আইহাই মরতুজা ভাইও এই ডায়ালগ দেওয়া শিখা গেছেন???? :)) :)) :)) ইয়ে মানে মরতুজা ভাই,রুবাবা আপু এই তো কয়দিন আগে রবিন ভাই আর তানভীর ভাইয়ের জ্বালায় অতিষ্ট হইয়া রিজাইন দিছে 😉
=)) =)) =))
=)) =)) =)) =))
:khekz: :khekz: :khekz:
আমার তো মনে হয় ঢাকাবাসি আমার চাইতে বেশি বিপদে আছে। কবে যে ৬/৭ সাইজের ভুমিকম্প হয়। কিছুই তো তাইলে আর খুইজা পাওয়া যাইব না।
আর এই আগ্নেয়গিরিখান বেশি সোন্দর। এক্কেরে রুবাবা আফার লাহান 😀 । তাই বেশি ডর লাগে না।
আর হ্যাঁ, ভাবী ভালো আছে।
বস, নামকরনের সার্থকতায় আপনে দশ-এ শূণ্য পাইছেন ... 😛
হাল্কা পোষ্টে রোজা হাল্কা হইব কি হইব না সেই দুশ্চিন্তা নিয়া শেষ পর্যন্ত রিস্ক নিয়া দেখি এ কি ?? 😮
ইন্সাফ হইল এইডা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঐ 😛 😛
এত রোজা হাল্কা করনের ধান্দা থাকলে রুবাবা আফার ছবি দেখ। তাতেই কাম হইব। অই কে আছস, এক পিস ছবি কমেন্টে আপ্লোড কইরা দে দেহি। 😛
মন্তব্যকারীর অনুরোধে ছবি সরিয়ে দেয়া হল।
- মডু।
জো হুকুম বস!কইরা দিলাম।ইয়ে মানে এইবার আপনের কচিকাঁচার সিরিজটা এট্টু তার্তারি দেওঞ্জায়না?
মাস্ফ্যু ... ছবিটা এখানে ভাল লাগছে না ...
আমার কমেন্ট সহ ছবিটা মুছে দিও ...
ফান ভেবে আবার মজা পেও না প্লিজ ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আচ্ছা এডু বা টেকি কেউ কি সাহায্য করবেন? মুছে দিলেই সম্ভবত ভাল হয়...
বেশি দেরি করে ফেললাম...... দেখতে পাইলাম না... B-)
😕
ইসস, মিস কইরা হালাইলাম নাকি? নাজমুল, তুমি কিছু দেখছ্নাকি?
ইয়ে মানে রোজা রমজানের দিনে ওই ছবি দিয়া গাধামি কইরা ফালাইছিলাম পরে মামা আইসা ঝাড়ি দিয়া ঠিক করাইছে 😛
আমাকে কখন এসব দেখার সুজোগ দেয়া হয়না কিন্তু আপলোড করসিলো কে??
তার কাছ থেকে মেইল এ নিয়ে নিতে পারিনা 😉
:khekz: :khekz: :pira:
পানি এত্ত নীল লাগে ক্যান? আহা কি সোন্দর, মনটা জুড়াই গেল।
তোমার প্রোফাইল পিক্টা মারাত্মক হইছে। মনে হইতেছে জুনিয়র কেউ পাংগা খাইতেছে আর তুমি মিচকা মাইরা মুখ ঘুরাই হাসতেছো 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই মানুষ চিনতে ভুল করেন নাই 😕
সারা জীবনে ঐ বন চটকানার কথা ভুলুম না :(( :(( :((
🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup: :thumbup:
ফয়েজ ভাই সুন্দর বলেছেন =))
🙂
আপনার হাল্কা পোস্ট তো ঠিকই রকাইব দেখা যাইব এটাই বেস্ট টার্ণ আউট পোস্ট
বেস্ট টার্ন আউট পোস্ট
* বিসিসি ইফতার পার্টি - সিলেট এডিশন
* হাল্কা পোস্ট
আয়া পড়ছে।
🙁
আহারে!
মরতুজা ভাই আমাগোরে ভুইলাই গেছিলো 🙁
আপনার তথাকথিত আজাইরা পোস্ট দেইক্ষা ঝকামকা কইরা লগইন করলাম...
ছবিগুলো দারুন। আজকে সকালেই অরেগন বিচ এর ছবি দেখলাম ফ্লিকারে এক বড় ভাইয়ের লিংক ধরে... আবার আপনার কাছেও দেখলাম।। জটিল ভাইয়া
তবে, আগ্নেয়গিরির কাছে থাকেন, ভয় করেনা? 😀
আমাদের খুব একটা ভয় নেই। কিন্তু ওর কাছে কিছু শহর আছে যেগুলো বিপদে আছে।
আর অরেগন কোস্ট আসলেই দেখার মত জিনিস। ছবি দেখে মন ভরে না।
ইয়ে মানে অরেগন বীচে মানুষ জন নাই? :shy:
🙂 🙂 🙂 🙂
Life is Mad.
অসাধারণ ছবি। :clap: :clap:
ভাইয়া অনেকদিন পর পোষ্ট দিলেন, তাও ফাঁকিবাজি কইরা 😛
খুব সুন্দর হয়েছে ছবিগুলো 🙂
মরতুজা ভাই, ভিউকার্ডমার্কা ছবি দিছেন ক্যান?
একটা ফ্যামিলি ফটক দিতেন...
মারাত্বক ফটোস... 🙁 🙁 যাইতে মন চায়...
মরতুজা ভাই, আপ্নের কিন্তু ইউনিট টেস্ট নিয়া সরল ভাষায় পোস্ট দেওনের কথা ......
ইউনিট টেস্ট শিখানোর বদলে সবাইকে ফাঁকিবাজি শিখাচ্ছেন।
প্রথম ছবিটা সবচেয়ে সুন্দর এসেছে।
আপনার না আমারে মিষ্টি পাঠানোর কথা? আগ্রিম পাঠাইয়া দেন। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পোষ্ট টা কি মোসাদ্দেক ভাইয়ার লিখা 😕