মানুষ বনাম বাংগালী

বিশ কোটি জনতার হে মুগ্ধ জননী
রেখেছ বাংগালী করে মানুষ করনি

এত গুলো মানুষ যখন মারা গেল তখন আমরা সেটা যায়েয করার চেষ্টা করছি এই বলে যে তারা তাদের দুর্নীতির কর্ম ফল ভোগ করেছে। আমরা কি মানুষ?

শু**** বাচ্চা গুলো পালিয়ে গেল নাকি পালিয়ে যেতে দেওয়া হল?

৭১ এ আমাদের বাবারা যুদ্ধ করার আগে কি তাদের গণতন্ত্র ও জাতীয় স্থিতিশিলতার কথা চিন্তা করা উচিত ছিল?

এমন কি হতে পারে যে ষড়যন্ত্রকারীরা বাইরের কেউ নয়?

আমরা কি বাংগালী ই রয়ে যাব নাকি কোনোদিন মানুষ হব?

৯১২ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “মানুষ বনাম বাংগালী”

  1. আদনান (১৯৯৭-২০০৩)

    আরিফ ভাই, আমার খুব দুঃখ হয়, আমাদের ভাগ্যের 'আর কবে' উত্তোরণ হবে এটা ভেবে।
    আপনার এই প্রশ্নগুলি এখন সব সচেতন নাগরিকের মুখে-মুখে।

    আমাদের সিসিবি তে ব্লগ কমেন্ট-এ প্রথম হওয়া নিয়ে খুব মজার একটা খেলা হত; সেই পরিবেশ এখন আপাততঃ নেই বলে আপনাকে নেভাল স্যালুট সহ স্বাগত করতে পারছিনা সেভাবে... সরি!

    আপনার সাথে তিতুমীরে বসে আড্ডা মিস্‌ করি মাঝে মাঝে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।