আমাকে স্বাগতম

আমি আরিফ। ২৯, ঝিনাইদহ। লোকমুখে শুনলাম যে এখানে নাকি ক্যাডেট কলেজ এর পরিবেশ পাওয়া যায়। তাই দেরি করলাম না।

৩,১৭০ বার দেখা হয়েছে

৫৩ টি মন্তব্য : “আমাকে স্বাগতম”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আরিফ,
    “এইখানে ক্যাডেট কলেজ এর পরিবেশ পাওয়া যায়”
    সাইনবোর্ড দেইখা ঠিক জাইগাতেই আসছ মামা।
    ব্লগে স্বাগতম। বুখে আয় … :hug:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
    রায়হানকে ব্লগের স্টাফ থেকে মেসবয় পদে নামিয়ে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি.. x-( x-(
    কামরুল ভাই,বসেন…চা আসতেসে.. 😀
    ওই রকিব..কড়া কইরা তিনটা চা লাগা :grr:

    =)) =)) =)) =)) =))

    জবাব দিন
  3. রহমান (৯২-৯৮)

    বন্ধু, স্বাগতম :hug:

    এখানে নাকি ক্যাডেট কলেজ এর পরিবেশ পাওয়া যায়

    শুধু ক্যাডেট কলেজের পরিবেশই না, সাথে আরো অনেক কিছু ফ্রি পাওয়া যায় 😉 , কিছু দিন গেলে নিজেই সব টের পাবি :grr:

    আশা করি নিয়মিত থাকবি :party:

    জবাব দিন
  4. আদনান (১৯৯৭-২০০৩)

    আরে আরে... আরেক মিউজিশিয়ান পার্টনার পাইলাম!
    আরিফ ভাই থ্যাংক্যু। আমি পুরাই :guitar: হাতে নিয়ে একা হয়ে গিয়েছিলাম। যাক এবার JAM করার জন্য একজন পাওয়া গেল AT LEAST!!!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।