আমি আরিফ। ২৯, ঝিনাইদহ। লোকমুখে শুনলাম যে এখানে নাকি ক্যাডেট কলেজ এর পরিবেশ পাওয়া যায়। তাই দেরি করলাম না।
৫৩ টি মন্তব্য : “আমাকে স্বাগতম”
মন্তব্য করুন
আমি আরিফ। ২৯, ঝিনাইদহ। লোকমুখে শুনলাম যে এখানে নাকি ক্যাডেট কলেজ এর পরিবেশ পাওয়া যায়। তাই দেরি করলাম না।
1st
২য়
ভাইয়া আপনাকে স্বাগতম...ব্লগে ৯২-৯৮ এর সংখ্যালঘু ভাইয়াদের জোট গড়ে তুলূন.. 😀
বি.দ্র.:চ্রম সাম্প্রদায়িক মন্তব্য করায় বন্যর ব্যাঞ্চাই... :((
সংখ্যালঘু থাকার দিন শেষ B-) B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
প্রলেতারিয়েত মানুষ আজ জেগে উঠেছে 😀
আরিফ ভাইকে :party: :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরিফ ভাই...জুনিয়র পোলাপাইন আপনারে নয়া পাইয়া নাচাইতেসে!!!র্যাগ দিতেসে!! :gulli2:
নাউজুবিল্লাহ... ইতা কিতা কন, বন্য ভাই... :no: :no: :no:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নাউজুবিল্লাহ না পইরা
পড় :grr: :grr:
স্বাগতম ভাইয়া।
আরিফ ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আরিফ,
"এইখানে ক্যাডেট কলেজ এর পরিবেশ পাওয়া যায়"
সাইনবোর্ড দেইখা ঠিক জাইগাতেই আসছ মামা।
ব্লগে স্বাগতম। বুখে আয় ... :hug:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
স্বাগতম ভাই। নিপিড়িত, অসহায় ৯২ ব্যাচ যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে- তাই একটা জোট গঠন করে ফেলেন। :grr: :grr:
:)) :))
তাইফু ভাই কই?
সাম্প্রতিক মন্তব্যে সবাইরে ভাগানোর ট্রাই করতেছি- তাইফুর ভাই ডিস্টাব দিতাছে। 😀
খিয়াল কইরা , খুব খিয়াল কইরা।
আমি এখনো অন প্যারেড 😀
:thumbdown: :duel: :gulti: 😡
প্রব নেই..কাম্রুলভাই এক্সকিউজ.. 😀
রায়হাইন্যা ... খামুশ কইলাম। x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আরিফ ভাই
স্বাগতম। এই রায়হান, আরিফ ভাইরে এক কাপ চা দে 😉
একি!!
রায়হানকে ব্লগের স্টাফ থেকে মেসবয় পদে নামিয়ে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি.. x-( x-(
কামরুল ভাই,বসেন...চা আসতেসে.. 😀
ওই রকিব..কড়া কইরা তিনটা চা লাগা :grr:
এক কাপ আরিফ ভাইয়ের, এক কাপ কামরুল ভাইয়ের, কিন্তু আরেক কাপ কার জন্য??
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কার মানে!!!আমার x-( x-( x-(
যা,এক্টা পিরিচ নিয়া আসিস..তোরেও ইক্টু দিমু... 😀
দুধ চা নাকি রঙ চা?? চিনি বেশি নাকি চিনি ছাড়া???
বন্য ভাইয়ের না ডায়েবেটিক্স, আপনার জন্য বরং দুধ-চিনি ছাড়া সবুজ চা (গ্রীন টি) নিয়ে আস :-B :-B :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বন্য
আমার আর আরিফ ভাইয়ের চা এখনো আসে নাই ক্যান?
লং আপ হইয়া থাক আধাঘন্টা। :grr:
চা দিসি তো!!আপ্নোরা আসতে দেরী করায় ঠান্ডা হই গেসিলো বলে গ্রম কর্তে পাঠাইসি... :ahem:
কি রে রকিব?গ্রম হইসে??নিয়া আয় তাড়াতাড়ি.... 😀
স্বাগতম দোস্ত :hug: :hug: ।
Life is Mad.
সায়েদ ভাই...আপনারে ধরা টাফ আছে... x-( x-( ~x( ~x(
:khekz: :khekz: :khekz:
আরিফ,
“এইখানে ক্যাডেট কলেজ এর পরিবেশ পাওয়া যায়”
সাইনবোর্ড দেইখা ঠিক জাইগাতেই আসছ মামা।
ব্লগে স্বাগতম। বুখে আয় … :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
ক্যান্টমেন্টের মত লেখা থাকবে..
"ক্যাডেট কলেজের পরিবেশ-শুরু"
ক্যাডেট কলেজের পরিবেশ-৪ কি.মি."
"আস্তে চালান-সামনে ক্যাডেট কলেজের পরিবেশ"
😀 😀 😀 😀
ক্যাডেট কলেজের পরিবেশ ০ কি.মি
" এই বার বুঝ ঠেলা ক্যাডেট কলেজের পরিবেশ কারে কয়, যা ২০ টা ফ্রন্টরোল দিয়া ঘন্টা তিনেক লংআপ হয়া থাক"
:grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:salute: স্যার
:frontroll:
:frontroll:
:frontroll:
:frontroll:
...
...
..
..
..
..
..
আমার কমেন্ট পুরা কি পুরা কপি পেষ্ট মারার দায়ে কাইউম'এর ব্যাঞ্চাই। এই বার আমি সিরিয়াস ... x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দোস্ত, তুই কি সমুদ্রচারী আরিফুল হক 😀 😀 😛 ???????
Life is Mad.
হুম্মম্মম্ম
=)) =)) =)) =)) =))
ভাই,
সিসিবিতে স্বাগতম...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
স্বাগতম বস :hug: :hug: :hug: :hug: :hug: :hug:
বন্ধু, স্বাগতম :hug:
শুধু ক্যাডেট কলেজের পরিবেশই না, সাথে আরো অনেক কিছু ফ্রি পাওয়া যায় 😉 , কিছু দিন গেলে নিজেই সব টের পাবি :grr:
আশা করি নিয়মিত থাকবি :party:
সিসিবিতে নতুন কেউ আইলেই আমার নির্দেশে আগে ১০টা :frontroll: দেয়। তুমিও শুরু করো বাবাজীবন!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আরিফ ভাইরে আগেই কইছিলাম, এই করিডোর দিয়া যাইয়েন না, শেষ মাথায় লাবলু ভাই থাকে। কথা শুনলো না। খাইলেন তো ধরা...। 😀
আমিও কইসিলাম..তয় অন্যভাবে..
কইসি,তাড়াতাড়ি যান,লাবলু ভাই আন্নেরে কুক খাওয়াইবো...
লোভে পইরা তার এখন কি দশা দ্যাখেন তো কাম্রুলভাই.. :grr:
যাইগা,
আমারে আবার লাবলু ভাই কাউন্ট কর্তে কইসে... ৬,৭... 😀
১০ টা ফ্রন্ট্র রোল দিতে একটু সময় লেগে গেল ভাইয়া। সরি।
আরিফ ভাই, স্বাগতম... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হাসিটা খুবই ইঙ্গিতপূর্ন মনে হচ্ছে.. :dreamy:
সাম্প্রদায়িক হাসি... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ডাইরেক্ট ব্যাঞ্চাই.. 😡 😡 😡
যা তরে ব্যান কইরা দিলাম... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরিফ ভাই, ব্লগে স্বাগতম। :hug: :hug:
ক্যাডেট কলেজের পরিবেশ পাওয়া যায় কিনা এখানে কয়েকদিন নিয়মিত থাকলেই টের পেয়ে যাবেন। 😀
লাবলু ভাই আছে না 😀 😀 😀
আরে আরে... আরেক মিউজিশিয়ান পার্টনার পাইলাম!
আরিফ ভাই থ্যাংক্যু। আমি পুরাই :guitar: হাতে নিয়ে একা হয়ে গিয়েছিলাম। যাক এবার JAM করার জন্য একজন পাওয়া গেল AT LEAST!!!