শিমুল মুস্তাফার প্রসঙ্গে কে যেন একবার বলেছিলেন, সম্ভবত লুৎফর রহমান রিটন, নাকি অন্য কেউ ভুলে গেছি, যে, এত ছোট্ট একটা শরীর থেকে এত জোরালো শব্দ কেমন করে বের হয় ভাবতেই অবাক লাগে!
গানের মতই আবৃত্তি বিষয়ক কোন জ্ঞান নাই আমার। শুনে শুনেই যতটুকু বুঝি সেটুকুই, মানে হলো, শোনার জন্যে তৈরি দু’খান কানের কল্যাণে বুঝবার জন্যে তৈরি একটা প্রাণ পেয়ে গেছি আমি, সেটাই ভরসা!
আবৃত্তির জন্যে পাগল আরো অনেক আগে থেকেই। আমি আর আমার পিঠাপিঠি ছোটমামা একসাথে বড় হয়েছি। আমি যখন সেভেন বা এইটে, ঐ সময় ওনার মনে অনুরাগের আবির্ভাব হয়েছিলো- তখন তিনি সারাদিন আবৃত্তি শুনতেন। মাহিদুল ইসলাম আর শমী কায়সারের বিনাশ ও বিন্যাসে শুনতে শুনতে প্রায় মুখস্খ হয়ে গেছিলো- আমার আবৃত্তি-প্রেমও আসলে তখন থেকেই।
পরবর্তিতে কার্জন হলের ছাত্র হবার সুবাদে টি.এস.সি যখন আমার সেকেন্ড হোম, তখন অনেকগুলো আবৃত্তি সংগঠনকে কাছ থেকে দেখেছি, অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি। ঐ সব আবৃত্তি সংগঠন গুলার প্র্যাকটিসে যাওয়াটা আমার কাছে ভীষন লোভনীয় লাগতো- নিজে যদিও কখনো আবৃত্তি করি নাই কিন্তু পাশে থেকে শুনেও শান্তি লাগতো!
তখুনি টের পেয়েছি যে প্রতিষ্ঠিত অনেক আবৃত্তিকারের চেয়েও আসলে ঐসব ক্ষুদ্্র সংগঠনের অনেক অখ্যাত ছেলে-মেয়ের আবৃত্তি অনেক বেশি বলিষ্ঠ্য।
বিপ্লব মজুমদার এরকমই একজন। এরকম অসাধারণ আবৃত্তি আমি আর কোথাও শুনি নি। তিনি অবশ্য বিখ্যাত ছিলেন তার প্যাঁচ নামক রম্য-আবৃত্তির জন্যে। অন্যজন হলেন জগজ্জীবন জয়। জীবনানন্দের কবিতা যেরকম অসাধারণ, তেমনি কঠিন হলো সেগুলোকে আবৃত্তিতে সুন্দর করে ফুটিয়ে তোলা, এই কাজটা জগজ্জীবন জয়কে খুব ভালোভাবে করতে দেখতাম।
ভালো লাগতো জাহিদ হাসানের আবৃত্তি, মাসুদ সেজান মোটামুটি। নুসরাত লাবণীও অসাধারণ।
ঐসব প্র্যাকটিসগুলোয় বিনা বাধায় থাকতে দিবে, শুধু এই লোভে রোদ বৃষ্টি ঝড় মাথায় করে নিয়ে কতবার যে ওদের নানা প্রোগ্রামের টিকেট বিক্রি করে দিয়েছি তার কোন হিসেব নেই!
একটা প্রোগ্রামের কথা মনে পড়ে, তখন অপারেশান ক্লিন হার্ট চলছিলো বোধহয়। রাতের বেলা আবৃত্তির প্রোগ্রামে আমরা সম্ভবত রাশান কালচারাল সেন্টারে। আহকামউল্লাহ এসে একটা অসাধারণ প্রতিবাদী কবিতা আবৃত্তি করে স্টেজ থেকে নামলেন, তার খানিকক্ষণ পর খবর পেলাম যৌথ বাহিনির হাতে তিনি গ্রেফতার হয়েছেন। ভীষন মন খারাপ নিয়ে হলে ফিরেছিলাম সেদিন।
টি.এস.সি তে মাঝে মাঝেই মুক্ত অনুষ্ঠান হতো আবৃত্তির। ঐ সব অনুষ্ঠানের কল্যাণেই জেনেছি, বিনাশ ও বিন্যাসেই আসলে মাহিদুল ইসলামের শ্রেষ্ঠ আবৃত্তি নয়, তারচেয়েও হাজার গুণ বেশি ভালো আবৃত্তি তাঁর- আমার বন্ধু নিরঞ্জন অথবা নূরালদীন!
এরকমই একটা মুক্ত অনুষ্ঠানের গল্প করেছিলো কামরুল। শুনে ভীষন মজা পেয়েছিলাম। মঞ্চে আবৃত্তি করছিলেন শিমুল মুস্তাফা। সম্ভবত কেউ কথা রাখেনি বা ওরকমই কোন কমন কবিতা। মজা হচ্ছে, সেই আবৃত্তির সাথে সাথে বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে একটা টোকাই হাত-পা ছুঁড়ে ভীষণ নাচছে। আবৃত্তির সাথে কোন সঙ্গতি নেই, বা আবৃত্তির সাথে মানুষ নাচে এরকম উদ্ভট ধারণাই বা সে কোথায় পেল কে জানে, কিন্তু তবু সে নাচছে। শিমুল আবৃত্তির ফাঁকে ফাঁকে সেটা খেয়াল করলেন। একসময় আবৃত্তি শেষ হলো, পরবর্তি কবিতা আবৃত্তির শুরুতে হঠাৎ শিমুল সেই টোকাইয়ের দিকে তাকিয়ে মাইকে বলে উঠলেন, “ এটা কিন্তু নাচের কবিতা নয়। তুই এবার খবরদার নাচবি না!” টোকাই ভীষন লজ্জা পেয়ে কাঁচুমাচু মুখ করে টিএসসি ছেড়ে দৌড়ে পালালো!
শিমুলের আবৃত্তি আমার বেশ ভালো লাগে। এর মাঝে দুএকটা ভীষন প্রিয়! সেরকমই একটা হলো- মকবুল সমুদ্রে যাবে। কবিতাটি মণিভূষণ ভট্টাচার্য্যের লেখা, জাস্ট অসাধারন একটা কবিতা। গায়ে কাঁটা দিয়ে যখন শিমুল তাঁর উদাত্ত গলায় পাকিস্তানী সেনাদের নৌকার উদ্দেশ্য বলে ওঠেন, আল্লাহু আকবর,ডুবি যা ডুবি যা ডুবি যা, বদর বদর ক, গাজী গাজী ক, হালার পুত হালারা ডুবি যা ডুবি যা, বাইনচোত ডুবি যা!!
সিসিবি-র সবার জন্যে তুলে দিলাম শিমুল মুস্তাফার আবৃত্তিতে- মকবুল সমুদ্রে যাবে!
mokbul somdre jaab… |
অ এইটা তারেক নাকি, নাম বদলাইছো, আমি তো ভাবছি নতুন কেউ,
আবৃত্তি পরে শুইনা কমেন্ট দিব, নাম চেঞ্জ করছ আগে এইটা হজম করি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তারেক নামে লিখি দেইখা আমার বৌ বলছে, কেমন জানি চ্যাংড়া চ্যাংড়া লাগে।
পঁচাত্তর কেজি ওজনের দামড়া মানুষটারে কেউ চ্যাংড়া কইলো, শুইনা হজম হইলো না। তাই এই পরিবর্তন।
তবে বদলাইনাই বস, শুরুতে কয়দিন এই নামেই লিখতাম, মাঝে বদলাইছিলাম।
রাগ কইরেন না। 😀
www.tareqnurulhasan.com
www.boidweep.com
রাগ তো করি নাই বউয়ের কথা রাখছ, গুড।
রুপনারায়নের কুলে শুনছ, ফাটাফাটি লাগছে আমার কাছে।
তবে আমার সবচেয়ে ভাল লেগেছিল কথোপকথন, শিমুল মুস্তাফার কিনা এইটা মনে নাই
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রূপনারায়ন কোথায় পাই? ইস্নিপ্সে তুলে দেন না ভাই।
আমার কালেকশানে অনেক কবিতা, কিন্তু সবই প্রায় ৪/৫ বছর আগের। লেটেস্ট কিছুই তেমন নাই। 🙁
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আরে আমার কালেকশন তো ১০/১২ বছর আগের, ক্যাসেটে শুনা, ফিতা ফরম্যাট, সিডি আছে কিনা, খুজতে হবে।
পাইলে পয়লা তুমি পাবা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মানিনা। বৌ বুঝি ভাই-বোনদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হইয়া গেল? আমরা আপনারে কলেজের নামেই ডাকতে চাই। বৌয়ের কথা রাখতে হলে 'সচলে' গিয়া রাখেন। 😛
তারেক ভাই, এই নাম চেইঞ্জ করেন প্লিজ...বুড়া বুড়া লাগে। 🙁 🙁
ওই মিয়া, এমন করো ক্যান?
তোমরা সেলিব্রেটি মানুষেরা পুরা নাম লিখতে পারবা, আর আমরা ম্যাংগো-ক্যাডেটরা লিখলেই দোষ? :gulli2:
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আমরা সেলিব্রেটি? কন কি ভাই? টিজ করেন ঠিকাছে, তাই বলে এইভাবে? 🙁 🙁
আমার কি হইবো গো মামু আমি তো ৮৫ কেজি, আপনের চেয়ে পাক্কা ১০ কেজি বেশি :(( :((
কিন্তু তুমি যে আমার চেয়ে দুই ফুট লম্বা, তার কী হবে?
www.tareqnurulhasan.com
www.boidweep.com
তারেক ভাই, অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমারো যে সমুদ্রে যাইতে ইচ্ছা করতাছে এখন। আছেন কেউ, যাবেন আমার লগে?
গত একবছর ব্লগে ব্লগে মানুষ ইস্নিপ্স কিংবা ইউটিউবের যেই লিংক দিয়েছে সেগুলো সযত্নে এড়িয়ে গেছি...
কিন্তু আজকে টিপি দিলাম। আহ কি সুন্দর... বুকটা ভরে গেল...
কনফু ভাই, অনেক ধন্যবাদ, অনেক। কবিতাটা ডাউনলোড করার অনুমতি দেখলাম না। একটু মেইল করবেন??
তুই হালা বস আছস.. 😀
কবিতাটা আমার ল্যাপটপে নাই। এক্ষুনি পাঠাতে পারছি না। তবে মেইল করে দিবো নে তোমারে-
www.tareqnurulhasan.com
www.boidweep.com
তারে।।শিমুল মুস্তাফার মকবুল সমুদ্রে যাবো আমারও মন কেড়ে নিয়েছিল,রবি ঠাকুর এর দেবতার গ্রাস,রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ র বাতাসে লাশের গন্ধ অথবা রফিক আজাদের ভাত দে হারাম জাদা শুনলে ত এখনো আমার গা শিউরে উঠে.।।...।।...।।...।।...।
লেখা পড়লে কবিতা ফ্রি ......
ধণ্যবাদটা কারে দিমু ??? চ্যাংড়া তারেক'রে না বুড়া বুড়া মু, নূরুল হাসান'রে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কনফিউশন থাকলে মাঝারি কনফুরেই দে 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
মজার একটা ব্যাপার। আমার আমার পিসিতে দেখি শিমুল মুস্তাফার একটা আবৃত্তির একটা ফোল্ডার আছে। মহিবের কাছ থেকে হার্ডডিস্কে কিছু জিনিস আনছিলাম, তার মধ্যে এইটাও চলে আসছে। তারেক ভাই, কষ্ট করে আর পাঠাতে হবে না।
তসলিমা নাসরিনের ঐ কবিতাটা পড়েছেন, শুনেছেন??? রুদ্রকে উদ্দেশ্য করে লেখা তার মৃত্যুর পর...
ফার্স্ট ইয়ারে আমি আর মহিব কবিতার রেকর্ডিং শুনতাম অনেক। সেই সময়ে এই কবিতাটা এতো ভালো লেগেছিল, আবৃত্তিটা বিশেষ করে। কয়েকদিন আগে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ জন্মদিনে এই কবিতা শোনার স্মৃতি নিয়ে ব্লগ লিখবো ভেবেছিলাম, পিসি না থাকাতে পারি নাই...
তসলিমা নাসরিনের ওই কবিতাটা অসাধারণ। আর তনা(তসলিমা নাসরিন)ও রুদ্রর কবি লড়াই গুলিও জোস......
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শেয়ার করার জন্য ধন্যবাদ
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শিমুল মুস্তাফার আরো অনেকগুলি আবৃত্তি আমার খুব পছন্দ। তার মধ্যে সুনেত্রা ঘটকের "রচনা রবীন্দ্রনাথ" মহাদেব সাহার "বন্ধুর জন্য" নির্মলেন্দুর "হুলিয়া" ... ধুর আরো কতগুলি ছিলো মনে পরতেছেনা।
rochona robindrona...
আপাতত সুনেত্রা ঘটকের "রচনা রবীন্দ্রনাথ" এর লিঙ্ক দিলাম। শুনে দেখতে পারেন অনেকে।
">
:dreamy: আবৃত্তির জন্য পারফেক্ট কবিতা 'আমার বন্ধু নিরঞ্জন'
এইটা না লিখলে কি তিথি তোরে :frontroll: দেওয়াইতো :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তারেক ভাই, একটু কষ্ট কইরা এইখানে ঘুইরা আইসেন।
থ্যাংকু।
কবিতাও বুঝিনা, আবৃত্তিও বুঝিনা! আমার কি হইব! 🙁 :dreamy:
সাবাস তানভীর ,আমিও সেম টু সেম।
আমাদেরকেই খুঁজছে বাংলাদেশ। :bash: :bash: