পুরনো প্রেমিকাদের বিয়ে হয়ে যাচ্ছে-

উহুঁ, আলাদা ফিস-টিস নেই
চাইলে, হাতে লেখা সাদা কাগজের একটা
ফরম দিতে পারি।
সেখানে নাম-ধাম লিখে-
সাথে পিতার বৈষয়িক বৃত্তান্ত,
এবং নীল না পেলে না হয় সাদা খামে পুরেই
আমার বুক পকেটে ফেলে যেও মেয়ে।

শুধু তোমার জন্যই, জেনো,
শুধু তোমাকে ভেবেই আমি
কাগজে বিজ্ঞাপন দেইনি কোনও।
নইলে দু”কলামে রঙীন হরফে
ছেপে দেয়াই তো যেতো-
“কবি-র প্রেমিকা পদে লোক নিয়োগ হচ্ছে।”

হাওয়া শুঁকে শুঁকে আমি টের পেয়ে গেছি,
আমার পুরনো সব প্রেমিকাদের ইদানিং
সার বেঁধে বিয়ে হয়ে যাচ্ছে।

————–
৪ মে, ২০০৯

[ আজকের এই শুভ দিনে কয়েকদিন আগে লেখা কবিতাটা দোস্ত আদনানের জন্যে উৎসর্গ করলাম। 🙂 ]

২,৯৯৭ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “পুরনো প্রেমিকাদের বিয়ে হয়ে যাচ্ছে-”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)
    শুধু তোমার জন্যই, জেনো,
    শুধু তোমাকে ভেবেই আমি
    কাগজে বিজ্ঞাপন দেইনি কোনও।
    নইলে দু”কলামে রঙীন হরফে
    ছেপে দেয়াই তো যেতো-
    “কবি-র প্রেমিকা পদে লোক নিয়োগ হচ্ছে।”

    আহারে ......... কবিতা লিখতে পারলে অতীতে এই লাইনগুলো ব্যবহার করতে পারতাম ......
    চমৎকার কবিতা তারেক ... :clap: :clap: :clap:

    জবাব দিন
  2. আদনান (১৯৯৪-২০০০)

    দোস্ত তুই আমাকে কবিতা উতসর্গ করছিস, খুব ভাল লাগলো । শুভদিনের বৃত্তান্ত আর কি শুনবি তোরা, দোস্ত এখানে কিন্তু অনেক এলিজিবল পোলাপান আছে একটাকে ছাইকা নে :))

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    পুরনো প্রেমিকাদের ছেলে-মেয়ে স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে 🙁


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. মইনুল (১৯৯২-১৯৯৮)

    ক, খ এর প্রেমে পড়লো এবং ছ্যাকা খেলো। দুজনার দুটি পথ দুই দিকে বেঁকে যাওয়ার পরে তাদের দুজনেরই সংসার হলো। এখন যদি ক এর ছেলে এবং খ এর মেয়ে একে অপরের প্রেমে পরে ...... কি হতে পারে ??

    কেউ একজন একটা গল্প লিখে ফেলোতো এইটার সাম্ভাব্য পরিনতি এবং পাত্র-পাত্রীদের নিয়ে। খুব জানতে ইচ্ছে হচ্ছে .........

    জবাব দিন
  5. সামিয়া (৯৯-০৫)

    আপনের লিখায় কমেন্ট করবো না আর, সব সুন্দর সুন্দর লিখা দিলে একই কমেন্ট আসে, আর আপনি বলেন বাড়ায় বলসি।
    যাউক, যেই লোককে নিয়ে লিখছেন সে বেশি ভাল না, একশএকটা প্রেম করে। ফাউল কবি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।