ইয়েস স্যার

এখন থেকে বহু বছর আগে রংপুর ক্যাডেট কলেজে ভর্তি হয়েছিলাম, আর ১৬ বছর পরে এখনও ক্যাডেট হয়েই আছি।

আজ এই পর্যন্তই…

৪৪ টি মন্তব্য : “ইয়েস স্যার”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম ভাইয়া... এখন ইচ্ছামত লেখা শুরু করেন 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. প্রথম যখন শুনলাম যে ইন্টারনেটে টাকা কামানো সম্ভব সেটা নিয়ে ভালমতই পিছে লেগেছিলাম। ক্লিক বাক্স, বাক্সটু, awsurveys ইত্যাদি ভুয়ার চক্করে ঘোল খেয়ে যখন বুঝলাম, দুনিয়াটা এত সোজা না, তখন হাসান নামের এক লোককে দেখলাম গুগল মামার পকেট হাতড়ে রীতিমত সিল দিতেছেন।

    লোকজন উনার কাছে হুমড়ি খেয়ে পড়ল, কেমনে ভাই কেমনে?
    উনি তখন নিজের মূল্যবান সময় জনকল্যাণে ব্যয় করে লোকজনকে শেখাতে শুরু করলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগল অ্যাডসেন্স যোগ করলেই আপনার সাইটে লোকজন এসে ক্লিক করা শুরু করবে না। ভাবছেন আপনি ক্লিক করবেন আর বন্ধু বান্ধবকে বলবেন ক্লিক করতে? লাভ নাই মামা লাভ নাই। একমাত্র উপায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লোকজনের অনুরোধে রীতিমত ফোরাম খুলে সবাইকে শেখাতে শুরু করলেন।

    সেই থেকে আমাদের বন্ধুমহলে হাসান নামটি শুনলে সবাই বলে কোন হাসান ভাই, SEO হাসান ভাই?

    সেই হাসান ভাই সিসিআর ৯৩-৯৯ শুনে কালকে গর্বে বুক আধহাত ফুলে গেছিল আমার।

    নিজের বাড়ি সিসিবিতে স্বাগতম হাসান ভাই। ওই কে আছিস, হাসান ভাইরে কড়া কইরা কাঁচা পাত্তি দিয়া চা দে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।