এই উইকএন্ডে ঘুরে এলাম পালো ডুরো ক্যানিয়ন, অ্যামারিলো টেক্সাস এ। ছবিতে ছবিতে ঘুরে আসি আমরাও…..
স্টেক আর রেড নেক টেক্সানদের গল্পটা সামনে লিখব ইনশাল্লাহ ………..
এই উইকএন্ডে ঘুরে এলাম পালো ডুরো ক্যানিয়ন, অ্যামারিলো টেক্সাস এ। ছবিতে ছবিতে ঘুরে আসি আমরাও…..
স্টেক আর রেড নেক টেক্সানদের গল্পটা সামনে লিখব ইনশাল্লাহ ………..
১ম B-)
ইসতিয়াক,
অদ্ভুত সন্দর ছবিগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমেরিকার বুনো পশ্চিম আমার সব সময়ের ফেভারিট। (সম্পাদিত)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ধন্যবাদ ভাই। যদিও বর্তমানে পশ্চিমে থাকি, তবে আমার উত্তর-পূর্ব ই বেশি ভালো লাগে। মানুষগুলাতো ভাল, তাই বলেই হয়তবা।
শ্রান্ত পথিক আমি, বেলাশেষে-
চারপাশে অভেদ্য-দুর্গম পাঁচিল তুলে
বসে থাকি নষ্ট ঘরে
হিসাবের খাতা মেলে খুঁজি কতোটা অপচয় হলো।
সুন্দর সুন্দর ছবিগুলো খুব ভালো লাগলো। সূর্যাস্তের ছবিটা অপূর্ব হয়েছে।
স্মৃতিমাখা ওইদেশ, আবার ঘুরিয়ে আনার জন্য ধন্যবাদ। একবার পলোডরো ক্যানিয়নে পিকনিকে যাবার সময় বিরাট একসিডেন্ট হয়েছিল, সেই ঘটনা সামনে লেখার ইচ্ছে রইল।
... পড়ার অপেক্ষায় রইলাম। ভাই আপনি কি অ্যামারিলোতে ছিলেন নাকি বেড়াতে এসেছিলেন ?
শ্রান্ত পথিক আমি, বেলাশেষে-
চারপাশে অভেদ্য-দুর্গম পাঁচিল তুলে
বসে থাকি নষ্ট ঘরে
হিসাবের খাতা মেলে খুঁজি কতোটা অপচয় হলো।
আমি ছিলাম লাবক, তোমার ওখান থেকে প্রায় শ'খানেক মাইল দক্ষিনে। সেখান থেকে যে কোন বড় জায়গা কম করেও ছ'ঘন্টার পথ- ডালাস, অষ্টিন, ওক্লাহোমা সিটি, আল্বুকার্কি ইত্যাদি। কাছে পিঠে আমারিলো, মিডল্যান্ড, ওডেসা, উইচিটা ফলস... বেশ কবার আমারিলো বেড়াতে গিয়েছি।
বাহ, তোমার কল্যাণে আমাদেরও দেখা হল।
গল্পের অপেক্ষায় থাকলাম।
ইনশাল্লাহ ভাই, পিপল অফ কালার এর গল্পটা লিখে ফেলব তাড়াতাড়ি।
শ্রান্ত পথিক আমি, বেলাশেষে-
চারপাশে অভেদ্য-দুর্গম পাঁচিল তুলে
বসে থাকি নষ্ট ঘরে
হিসাবের খাতা মেলে খুঁজি কতোটা অপচয় হলো।
শুধু ছবিতে আসলে মন ভরে না, একটু বর্ণনা থাকলে আরেকটু ভাল হত।
তবে হ্যাঁ, ছবিগুলো দারুন হয়েছে! :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
... অফিসের চাপে আটকা পরে গেছি ভাই। লিখব সময় করে।
ফাঁকিবাজি পোষ্টের জন্য দুঃখিত
শ্রান্ত পথিক আমি, বেলাশেষে-
চারপাশে অভেদ্য-দুর্গম পাঁচিল তুলে
বসে থাকি নষ্ট ঘরে
হিসাবের খাতা মেলে খুঁজি কতোটা অপচয় হলো।
ফ্রেমিং, ছবি, সেগুলো সাজাবার ক্রম, সব মিলিয়ে যেনো কোনো উৎসব।
জাগালো ভ্রমণের সুপ্ত কলোরোল ...
:clap: :clap:
কথায় চাই এই ভ্রমণের পূর্ণতা।
দারুণ!!
[ প্রিয় মডুবৃন্দ, সিসিবির ছবি ফরম্যাটিং পদ্ধতি কি একটু বদলানো যায়?
এই ভাবে একটা একটা ছবি টিইপা-টুইপা দেখতে আর ভাল লাগে না। ]
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...