বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি
কিন্তু অ আ ক খ দেখেছি
একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি
কিন্তু সবুজের মাঝখানে ফুটে থাকা ছোপ ছোপ রক্তগোলাপ দেখেছি
আর দেখেছি বাড়ির পাশের টলমল পুকুর, দেখেছি সেখানে ধবধবে সাদা হাঁস
দেখেছি জঙ্গলে ফুটে থাকা নাম না জানা বুনো ফুল
দেখেছি বাড়ির ছাদে কবুতর কিংবা আকাশের ঐ চিল,
আর বুঝেছি স্বাধীনতা।
এই অ আ ক খ, আমার পূর্বপুরুষের
এই রক্তগোলাপ আমার পূর্বপুরুষের
টলমল পুকুর, ধবধবে সাদা হাঁস আমার পূর্বপুরুষের
বুনো ফুল, কবুতর কিংবা আকাশের ঐ চিল, সব আমার পূর্বপুরুষের।
ও হ্যাঁ, আর আমার?
আমার শাহবাগ,
আমার উত্তরপুরুষের জন্য।
আমার শাহবাগ,
আমার উত্তরপুরুষের জন্য।
:clap: :clap: :clap: :clap:
ভাই ধন্যবাদ। এটা শাহবাগ আন্দোলনের প্রথম দিন লেখা, তখনই সাবমিট করছিলাম, কিন্তু কোন এক অজ্ঞাত কারণে প্রায় সপ্তাহ খানেক এটা প্রকাশ হয় নাই। এর মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল, ভাবলাম ছাপা হবে না মনে হয়। তাই আর চেক করি নাই, এখন দেখি ছাপা হইছে... 😀
এক কথায় অসাধারন।।
ভাই, ধন্যবাদ। 🙂