কোন মন্তব্য নেই “নাগরদোলা”

  1. রেজা শাওন (০১-০৭)

    প্রথম ব্লগ নাকি তানভীর ভাই?

    স্বাগতম। এখন ফ্রন্টরোল দেওয়া বাকী থাকলো শুধু।

    লেখার মেসেজটা খুব হৃদয়গ্রাহী। চারপাশের কত তুচ্ছ বিষয় আমাদের নাড়া দিয়ে যায়, অথচ যে বিষয়গুলোতে মুহূর্তেই আমাদের চারপাশ দুলে ওঠার কথা-সেটা কি হয়?

    হয় না মনে হয়।

    • তানভীর (২০০০-২০০৬)

      :frontroll: :frontroll: :frontroll:

      চারপাশ দুলে উঠে না দেখেই খুব অবাক হই রে ভাই, আমি কারো সাথে কথা বলতে গেলে তারা বারবারই বলে যে বাংলাদেশের মানুষের তেমন কোন অভাব নাই, রিকশাওয়ালাদেরও নাকি অনেক টাকা! কিন্তু এই খবরগুলা যখন পত্রিকায় আসে তখন কি তারা চোখ বন্ধ করে রাখে?

      আচ্ছা, একটা স্পর্শকাতর টপিক নিয়ে তোমার কিছু লেখার কথা ছিল, ঐটা কি লিখছ? আমি কিন্তু ঐটার জন্য অপেক্ষা করছিলাম বেশ কিছুদিন... আর এখানে আমার display name এ কোন সাল থেকে কোন সাল আসে না কেন? মানে অপশনই আসে না...

  2. রিদওয়ান (২০০২-২০০৮)

    এরকম খবর দেখে আমরা দু'দিন পরেই ভুলে যাই, কিন্তু এরকম গল্প সেই ঘটনাগুলো বাঁচিয়ে রাখে। অনেক ভাল লাগল ভাই। :clap: আরও লেখা আশা করছি আপনার কাছ থেকে।