প্রিয় ভাই ও বোনেরা,
আগেই আমি এই ব্যাপারে একটা মোটামুটি পোষ্ট দিয়ে রেখেছিলাম যাতে করে সবাই একটু প্রস্তুতি নিতে পারে । এখন জরুরী ভিত্তিতে ছবিগুলি দরকার । আলিয়ঁস ফ্রঁসেস ছবি দেখে আমাদের এক্সিবিশনের পেমেন্ট মওকুফ/কমানোর সম্ভাবনা আছে । তাই ওগুলি দরকার । নীচে আমি বিস্তারিত দিয়ে দিলাম ঃ
১। বিষয় ঃ পজিটিভ বাংলাদেশ
২। ছবির সাইজ ঃ কমপক্ষে ২০০০ পিক্সেল ( বড় সাইজ)
৩। ফি ঃ এখন পর্যন্ত না; স্পনসর যোগাড় করার চেষ্টা চলছে ।
৪। ছবি মেইল করার ঠিকানা ঃ mailtorumman@yahoo.com
৫। একজন সর্ব্বোচ্চ ৩ টি ছবি জমা দিতে পারবে ।
৬। কোন নেগেটিভ ছবি দেয়া যাবে না ।
৭। ছবিতে কোন ওয়াটার মার্ক থাকতে পারবে না ।
৮। বিদেশ থেকে ছবি পাঠাতে কোন সমস্যা নাই ।
৯। মেইলে সম্পূর্ণ নাম,কলেজ,সময়কাল,ব্যাচ নম্বর দিতে হবে ।
১০। একজনের একটির বেশী ছবি প্রদর্শনীর জন্য বিবেচিত হবে না ।
১১। ছবি সাদাকালো কিংবা রঙ্গিন যে কোন ফর্মে হতে পারবে ।
১২। ছবি জমা দেয়ার শেষ তারিখ ঃ ১৫ অগাষ্ট ২০১১।
আর কোন বিষয়ে সন্দেহ থাকলে উপরের মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ।
লাবলু ভাই,আমজনতা আপনাকে কিন্তু এই এক্সিবিশনের মিডিয়া পার্টনার ম্যানেজ করার দায়িত্ব দিছে । আমার কোন দোষ নাই ।
এই পোষ্টটা কয়েকদিনের জন্য ষ্টিকি করার জন্য মডারেটরকে অনুরোধ করছি ।
৩৩ টি মন্তব্য : “বিজয় দিবস উপলক্ষে এক্স ক্যাডেটদের আলোকচিত্র প্রদর্শনী”
মন্তব্য করুন
খুব ভালো হবে আশা রাখি 🙂
🙂
ভাই আমরা যারা ছবি আঁকতে জানিনা তারা কীভাবে সহযোগিতা করতে পারি?
তোদের মত কয়েকজন লোকই খুঁজতেছি আসিফ । সেল নাম্বার ?
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
আমি কিন্তু ভাই চট্টগ্রামে থাকি। 01190335506
অনেকদিন পর সিসিবি তে এলাম। এত ব্যআস্ত যে সময় পায়না। যাহোক, এটা কি জলরং নাকি ক্যামেরাতে তোলা ছবি হলে চলবে?
ক্যামেরাতে তোলা এডিসন ভাই
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
রুম্মান ভাই, আলোকচিত্রের বিষয়বস্তুর (পজিটিভ বাংলাদেশ) ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বললে ভালো হয়। 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নীচে লিখে দিলাম ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
ভাল উদ্যোগ। ছবি কি ধরনের হতে পারে তার কিছুটা ব্যাখ্যা দিলে অনেকে ছবির বিষয়বস্তু বুঝতে পারতো বলে মনে হয়।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
কি ছবি এটা যাতে বুঝতে ভুল না হয় এ জন্য আমি শুরুতেই "আলোকচিত্র" লিখেছি । তোলা ছবি এ জন্যই দেয়া যাতে বেশীর ভাগ লোকজন এখানে ছবি দিতে পারে । বিষয়বস্ত পজিটিভ বাংলাদেশ বলতে আসলে বাংলাদেশ নিয়ে যে কোন ছবিকেই বোঝাতে চেয়েছি শুধুমাত্র আমাদের দূর্বল/খারাপ দিক ছাড়া । আমরা গরীব জানি কিন্তু তাই বলে ভিক্ষার ছবি সবাইকে আমরা দেখাতে চাই না ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
রুম্মান ভাই...আপনার সাথে যোগাযোগ করতে চাই জরুরি...।।কিভাবে করব বলেন...।
আমারে চিনস না?ইউনিটের নাম জানছ না?
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
দারুন উদ্যোগ। তবে এটা যে আলোকচিত্র প্রদর্শনী হবে আগে জানলে দেশে থাকতে একদিন ছবির জন্য আউটিং করতাম 🙁
পেটপূজা গেটটুগেদারে গিয়ে আলোচনা আরো বেগবান করো তাহলে হপে 🙂
আমার বন্ধুয়া বিহনে
আহারে !!! রাব্বী ভাই,মাফ চাই ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
ক্যারি অন।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভালো উদ্যোগ। প্রশংসনীয়।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
বাহ
ধ্যাত!! আর একটা দিন আগে দেখলাম না ক্যান??? 🙁
রেসপন্স খুবই খারাপ । 🙁
ছবি জমা দেয়ার সময় আরও ৭ দিন বাড়ানো হলো । অর্থাৎ ২২ তারিখ । কিন্তু আর বাড়ানো সম্ভব হবে না কারন গ্যালারী বুকিং পাওয়া যাবে না ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
এই ধরনের চলবে ?
দেখি সবাই কি বলে..... 😛
এক নম্ব্র ছবিটা বাংলাদেশের জন্য পারফেক্ট...সবাই জাতাজাতি করতেসে...কেউ কাউরে ভালুবাসে না...
দ্বিতীয় ছবিতে সরকারী দলের গন্ধ পাওয়া যাচ্ছে।
😮 😕 :gulli2:
রেজওয়ান বাই, মারহাবা। ছবি গুলো খুব ভালো লাগছে ভাই। গ্রেট জব। (সম্পাদিত)
সারোয়ার
না চলার কারন নাই । সুন্দর ছবি । মেইল করো ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
প্রথমবার কমেন্ট করে ভুলে গেছিলাম। আজ আবার দেখলাম, আজ নাকি লাস্ট ডেট। চমতকার ভাবে দু দুবার মিস করলাম।
২০০০ পিক্সেল ব্যাপারটা বুঝি নাই, লম্বায় না চওড়ায়?
ছবি দেয়ার ডেট ভুলে গেছিলাম এক্কেরে, ২২ তারিখ এখনও শেষ হয়নাই দেখে একটা লাস্ট এফোর্ট নিলাম, যদিও হার্ডডিস্ক ঘেটে দেখলাম কোন ছবিই নাই যেটা রিকুয়ারমেন্ট ফিল করতে পারে।
মেইল দিছিলাম একটু আগে rumman@yahoo.com তে, যেটা দেয়া আছে। ধুপধাপ বাউন্স খাইল, বুঝলাম না কি কাহিনী। যাইহোক, সাইজ দিলাম পাশে, কোয়ালিফাই করে কি না জানি না।
১ - আমাদের সবার স্বপ্ন - ২১৬০ বাই ১৬২০
২ - নতুন স্বপ্নের নতুন আলো (স্বোপার্জিত স্বাধীনতা, টিএসসি) - ২১৬০ বাই ১৬২০
(সম্পাদিত)
খুব ব্যস্ত সময় যাইতেছে নাকি ? মেইল ব্যাক করবে না তো কি করবে ? ঠিকানা ঠিক হইতে হবে না ? mailtorumman@yahoo.com এ পাঠাইতে বলছি 🙂
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
আমি আবার কুতুব বেশী তো, তাই। মেইলটুরুম্মান একসাথে দেখে ভাবলাম কি ব্যাপার, এইচটিএমএল ট্যাগ সহ কপি করে দিছে খেয়াল করে নাই 😀 মাথায় শর্ট আছে টাছে বোধয় =))