নতুন ব্লগার হলাম

নতুন ব্লগার হলাম তাই প্রথমইে ছোট একটা লেখা লিখেই শুরু করি।হঠাৎ করইে এই ব্লগের ঠিকানা পেলাম।ভাল লাগলো ক্যাডট কলজে সমন্ধে এরকম একটা ব্লগ পেয়ে।এখানে নিজের মতামত গুলো শেয়ার করা যাবে।অন্যের মতামতও গ্রহন করতে পারবো।এমনিতে আমি সামহোয়্যারইন ব্লগে লিখি।এখন থেকে এখানেও লিখবো আশাকরি।আপনারাও আমাকে সাহায্য করবেন  আপনাদের চিন্তা ভাবনা গুলো দিয়ে।আমি রংপুর ক্যাডট কলেজ থেকে।সিরাজ জ-৭৬০।এখানে আমাদের মাহমুদ ভাইকে দেখলাম  ব্লগ লিখতে।সবার সাথইে কথা হবে।ভাল থাকবনে সবাই।আবার দেখা  হবে এই ব্লগে।আগাম ঈদের শুভেচ্ছা রইল।

১,১৫১ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “নতুন ব্লগার হলাম”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ব্লগে স্বাগতম।
    ফাকিবাজির নমুনা দেইখা পুরাই টাশকি।
    অবশ্য জুনায়েদ ভাইএর সিরিয়াস লেখার পর এইটা খারাপ না।
    এখন ১০ টা :frontroll: লাগাও তো ভায়া


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
    • সিরাজ(১৯৯১-১৯৯৭)

      ইচ্ছা ছিল বড় করে লিখতে কিন্তু এখন নিয়ম হয়েছে যে নতুন ব্লগাররা নাকি সরাসরি পোস্ট করতে পারবেনা।মডারেশন হবার পর প্রকাশিত হবে।আর খেয়াল করে দেখলাম যে অনেক দেরি করে মডারেশন করা হয় তাই একটা ডেমো লেখা দিলাম।এটা লিখেছি ৩১শে জুলাই অথচ প্রকাশ হল ২রা অগাস্ট।আমি কিন্তু ভাই অপনার রনি এবং সালমান এফ রহমান সমন্ধে লেখাতে বড় করে মন্তব্য করেছি।


      যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি

      জবাব দিন
      • রাজীব (১৯৯০-১৯৯৬)

        কমেন্ট দুইটা মোবাইল থেকে দেখছিলাম তাই উত্তর দেয়া হয় নাই।
        বাট কমেন্ট তো কমেন্টই। :frontroll: এর নিয়মটা ১ম ব্লগ লেখা হলেই কার্য্যকর হয়।
        মডারেশনটা ব্লগের স্বার্থেই।

        আর মনে হয় মডারেটররা বিজি ছিলো।
        আমিও ভাবতেছিলাম নতুন লেখা আসতেছে না ক্যানো দিন দুই ধরে।
        বড় লেখা আশা করছি এরপর।


        এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

        জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ভাই ব্লগে স্বাগতম... :clap:
    আপনি নিয়মিত কিছু লেখা দিলেই কর্তৃপক্ষ আপনাকে রেগুলার করে নেবে, তখন আর মডারেশন করা হবে না। এই নিয়ম আমরা ব্লগের পরিবেশের স্বার্থেই সবাই মেনে নিয়েছি...

    আশা করি নিয়মিত আপনার লেখা পাবো। 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম ভাই, ডেমো পোস্ট তো হলো এবার আশা করি নতুন নতুন লেখা পাব নিয়মিত।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।