১২ ই জুন ১৯৯৯। প্রথম বার ছুটি কি তা সত্যি উপলব্ধি করি। আমাদের ফার্স্ট টার্মের প্রথম ছুটি ছিল সেটা। এর আগে স্কুল লাইফ এ পাওয়া সব ছুটির আনন্দ যেন উবে গিয়েছিল নিমিষেই। আর কখনও ঐ অনুভুতি ফিরে পাওয়াটা দুষ্কর হবে বলে ভেবেছিলাম। আমি জানি আমাদের সিংহভাগই কখনও আর সেই স্বাদ আস্বাদন করতে পারে নি।
অথচ ভাগ্যের চক্রে আমাদের মত গুটিকয়েক অসহায় প্রাণ এখনও ছুটির জন্য সেই একই ভাবে সীমাহীন আগ্রহে অপেক্ষা করে। কিন্তু দিন বদলের সাথে আমাদের শরীরের আকার বদলেছে, পরনের কাপড় বদলেছে। অথচ সেই অনুভুতির কোনো পরিবর্তন আসে নি। এখনো দিন গুনি, ক্যালেন্ডারের পাতায় ক্রস চিণ্হ আকি। নাহ একটু বেশী বলে ফেললাম। কিন্তু অনুভুতিটা একটু পুরোনো ধাচের।
আসলে বহুদিন পর ছুটি পেলাম। তাই আবোল তাবোল বকার বাতিক উঠেছিল।
মাফ করবেন সবাই।
২৬ টি মন্তব্য : “ছুটি”
মন্তব্য করুন
🙂
🙂
২য় 😀
:no:
ছুটি আমারমত অলসের তোমার থেকেও বেশি প্রিয়। 🙂
আমি ৩য় :clap:
আরে মিতা,
এদ্দিন পর যে?
চ্যারিটি বিগিনস এট হোম
আহমেদ নাম টা চেনাচেনা লাগে,ভাই আপনি কি সিসিবিতে নতুন?
জরিনায় কয় কি রে?
চ্যারিটি বিগিনস এট হোম
ভাই,জরিনার রঙ ঢং বাইড়া গেছে,চেনাচেনা নাম দেইখ্যা 😛 =)) :grr:
ছুটি
গরম গরম রুটি
এক কাপ চা
ভাগ করে খা
(সিও কি খারুশ নাকি ??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সঠিক ভাই,সিওরা জব্বর খারুশ।
দোস্ত,আমিও ছুটিতে আছি। 😀 😀
🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂
ছুটি ভাল করে কাটা 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
ছুটি শুভ হোক 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ছুটি জিনিসটা পুরাই জোস। A Friendly piece of suggestion: সত্যিকারের ছুটি চাইলে অফ ডে তে ভুলেও মোবাইল অন রাখবি না। (জীবন থেকে নেয়া)
ছুটি পাইছস , এই খুশিতে হাা হাা কর। (জানসই তো কি, ইলেভেনের এক্সকারশনে বাইর হওয়া স্লোগান)
ছুটি,বাড়ি গিয়ে খান রুটি :clap: :boss:
=))
🙂
শুভ ছুটি :tuski:
চ্যারিটি বিগিনস এট হোম
🙂 🙂 😀
আহা! ছুটি! 🙂
কত্ত মজার ছুটি
ছুটি তো এখনো পাই কিন্তু
ওই ছুটির সাথে তো মেলে না :no:
আমার কিন্তু মিলে যায় :))
:clap: